সিরাজগঞ্জে বাস-ট্রাকের সংঘর্ষ, নিহত চালক-সহকারী

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় বাস-ট্রাকের সংঘর্ষে ট্রাকের চালক ও সহকারী নিহত হয়েছেন। উপজেলার সলঙ্গা থানার হরিণচড়ায় বৃহস্পতিবার সকালে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছে ৭ জন।

নিহত ব্যক্তিরা হলেন বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ঢাকুর গ্রামের ট্রাকচালক রাজু আহমেদ (২৮) ও একই উপজেলার কুন্দারহাট গ্রামের রনি (২২)। রনি ওই ট্রাকচালকের সহকারী হিসেবে কাজ করতেন। আহত লোকজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাটিকুমরুল হাইওয়ে থানার উপপরিদর্শক সাদিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, বৃহস্পতিবার সকালে উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাস হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের হরিণচড়ায় পৌঁছালে রাজশাহীগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকচালক রাজু নিহত ও ৮ জন আহত হন। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহত লোকজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান সহকারী রনি। দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক থানায় আনা হয়েছে । এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।