রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধার নামের প্রতিবাদে মানববন্ধন

ঝালকাঠির রাজাপুরে জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডারসহ গেজেটভুক্ত ৫জন মুক্তিযোদ্ধার নাম রাজাকারের তালিকায় থাকার প্রতিবাদে মানববন্ধন হয়। আজ বৃহস্পতিবার মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানেরা এই মানববন্ধন করেন। ছবি: প্রথম আলো
ঝালকাঠির রাজাপুরে জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডারসহ গেজেটভুক্ত ৫জন মুক্তিযোদ্ধার নাম রাজাকারের তালিকায় থাকার প্রতিবাদে মানববন্ধন হয়। আজ বৃহস্পতিবার মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানেরা এই মানববন্ধন করেন। ছবি: প্রথম আলো

ঝালকাঠির রাজাপুরে জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডারসহ গেজেটভুক্ত ৫জন মুক্তিযোদ্ধার নাম রাজাকারের তালিকায় থাকার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় রাজাপুর প্রেসক্লাব চত্বরে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচিতে উপজেলার শতাধিক মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানেরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রকাশিত রাজাকার তালিকায় যারা মিথ্যা তথ্য দিয়ে সহায়তা করেছেন, তাদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এ কর্মসূচিতে বক্তব্য রাখেন ঝালকাঠি জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার দুলাল শাহ, রাজাপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. নুরুল ইসলাম খলিফা, মুক্তিযোদ্ধা খন্দকার মো. শফিউল আলম, মো. আলতাফ হোসেন, মুক্তিযোদ্ধার সন্তান কমান্ডের পক্ষে মো. তাজুল ইসলাম প্রমুখ।

এর আগে সকাল ১০টায় উপজেলার ৩৭ জন মুক্তিযোদ্ধার স্বাক্ষরিত একটি স্মারকলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সোহাগ হাওলাদারের মাধ্যমে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বরাবর পাঠান।