ঠাকুরগাঁও সীমান্তে বাংলাদেশির লাশ উদ্ধার

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার জগদল সীমান্ত এলাকা থেকে সাজু মিয়া (৩৫) নামের এক বাংলাদেশি নাগরিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বিকেলে জগদল সীমান্তের ৩৭৬ নম্বর পিলারের ১ নম্বর সাব-পিলারের কাছ থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। নিহত সাজু মিয়া ঠাকুরগাঁও সদর উপজেলার ভালুকা গ্রামের বাসিন্দা।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বুধবার সন্ধ্যায় বালিয়াডাঙ্গী উপজেলার নাগরভিটা সীমান্ত দিয়ে কয়েকজন ব্যক্তি ভারতে অনুপ্রবেশ করার চেষ্টা করেন। তখন বিএসএফের সদস্যরা তাঁদের উপস্থিতি টের পেয়ে ধাওয়া করেন। ধাওয়া খেয়ে পালানোর সময় সাজু মিয়া নিখোঁজ হন। পরে বিএসএফ বিষয়টি বিজিবিকে জানায়। আজ সকালে সাজুর লাশ দেখে বিজিবির সদস্যরা থানায় খবর দেন। পরে বেলা তিনটার দিকে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

বালিয়াডাঙ্গী থানার পরিদর্শক (তদন্ত) সরিফুল ইসলাম প্রথম আলোকে বলেন, লাশ উদ্ধারের পর ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।

বিজিবি ঠাকুরগাঁও ৫০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এস এন এম সামীউন্নবী চৌধুরী প্রথম আলোকে বলেন, এ ঘটনায় বিজিবি-বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক আহ্বান করা হয়েছে। বৈঠকের পর আসল ঘটনা জানা যাবে।