৯৯৯ এর মাধ্যমে প্রতিবন্ধী ছেলেকে ফিরে পেলেন বাবা

জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে হারিয়ে যাওয়া মানসিক প্রতিবন্ধী ছেলেকে ফিরে পেয়েছেন বাবা। গতকাল বুধবার দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রাম থানা-পুলিশ ছেলেটিকে উদ্ধার করে বাবার কাছে ফিরিয়ে দেয়। এ সময় আনন্দে কেঁদে ফেলেন বাবা মুজিবুল হক।

চৌদ্দগ্রাম থানা-পুলিশ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার বেলা ১১টার দিকে চৌদ্দগ্রাম উপজেলার কেছকিমুড়া এলাকায় মানসিক প্রতিবন্ধী এক কিশোরকে উদ্দেশ্যবিহীনভাবে ঘোরাঘুরি করতে দেখেন স্থানীয়রা। তখন এক ব্যক্তি ৯৯৯ এ ফোন করে পুলিশকে বিষয়টি জানান। পরে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মাহফুজ ওই কিশোরকে উদ্ধার করেন। জিজ্ঞাসাবাদে কিশোরটি জানায়, তার নাম রবিউল আলম (১৬)। তার বাড়ি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার মালনচর গ্রামে। পরে বুধবার দুপুরে বাবার কাছে ছেলেকে ফিরিয়ে দেওয়া হয়।

ওসি আবদুল্লাহ আল মাহফুজ প্রথম আলোকে বলেন, ‘৯৯৯ এ ফোন পেয়ে ওই কিশোরকে মহাসড়কের পাশ থেকে উদ্ধার করে নিয়ে আসি। কিশোরের কথা বলায় জড়তা ছিল। পরে তার কাছ থেকে নাম-ঠিকানা জেনে বাবার হাতে তুলে দিই।’