আ.লীগের কাউন্সিলে যায়নি বিএনপি ও ঐক্যফ্রন্ট

আওয়ামী লীগের ২১তম জাতীয় কাউন্সিলে আমন্ত্রণ পেলেও যাননি জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা। জাতীয় নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নেওয়া দলগুলোকে ক্ষমতাসীন দলটি তাদের কাউন্সিলে আমন্ত্রণ জানায়। তবে জাতীয় ঐক্যফ্রন্টসহ মহাজোটের বাইরের দলগুলো আমন্ত্রণে সাড়া দেয়নি।

গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী আজ শুক্রবার প্রথম আলোকে বলেন, গতকাল রাতে ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন দেশে ফেরেন। এরপর আজ সকালে জোটের অন্য নেতাদের সঙ্গে কাউন্সিল নিয়ে আলোচনা হয়। সেখানে না যাওয়ার সিদ্ধান্ত নেন নেতারা। সুব্রত চৌধুরী বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অবশ্য গতকাল সুব্রত চৌধুরী তাঁর দলের নেতাদের আমন্ত্রণপত্র পাওয়ার পর প্রথম আলোকে জানিয়েছিলেন, যাওয়ার সম্ভাবনা বেশি। এ ছাড়া বিএনপির আজ বেলা সাড়ে তিনটায় সংবাদ সম্মেলন করার কথা ছিল। বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান আজ প্রথম আলোকে বলেন, সংবাদ সম্মেলনটি স্থগিত করা হয়েছে। আগামীকাল শনিবার বিকেল পাঁচটায় স্থায়ী কমিটির বৈঠক রয়েছে।

বাম গণতান্ত্রিক জোটের কয়েকজন নেতাও গতকাল প্রথম আলোকে জানিয়েছিলেন, আওয়ামী লীগের সম্মেলনে তাঁদের যাওয়ার সম্ভাবনা নেই।