মুগদায় ছুরি মেরে তরুণকে খুন

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রাজধানীর মুগদা থানার মান্ডায় গতকাল শুক্রবার রাতে আগুন পোহানোর সময় প্রতিপক্ষের ছুরিকাঘাতে মাহিন হোসেন (১৮) নামের এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত দুই তরুণকে মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পাঁচজনকে আটক করেছে।

মুগদা থানার পুলিশ জানায়, গতকাল রাতে মাহিন তাঁর তিন বন্ধু মিলে মান্ডা ল্যাটকার গলি বালুর মাঠে আগুন পোহাচ্ছিলেন। এ সময় ২০–২৫ জন যুবক লাঠিসোঁটা নিয়ে তাঁদের ওপর হামলা চালান। একপর্যায়ে তাঁরা মাহিনকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। তাঁর দুই বন্ধু তাঁকে রক্ষা করতে গেলে তাঁদেরও ছুরিকাঘাত করা হয়। রক্তাক্ত অবস্থায় মাহিনসহ তিনজনকে মুগদা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মাহিনকে মৃত ঘোষণা করেন। অন্যদের চিকিৎসা দেওয়ার পর ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়।

মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রলয় কুমার সাহা আজ শনিবার প্রথম আলোকে বলেন, পূর্বশত্রুতার জের ধরে হত্যার ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে আটক যুবকদের জিজ্ঞাসাবাদ চলছে। ঘটনার সত্যতা জানিয়ে বলেন, সন্ধ্যায় মাহিনসহ চারজন মান্ডা ল্যাটকার গলি বালুর মাঠে ছিলেন। এ সময় ১২-১৩ জন যুবক তাঁদের ওপর অতর্কিতে হামলা চালান ও ছুরিকাঘাত করেন। এতে তিনজন আহত হন। এ ব্যাপারে মুগদা থানায় মামলার প্রস্তুতি চলছে।

পুলিশ জানায়, অনেক আগে মাহিনের বাবার সঙ্গে তাঁর মায়ের বিচ্ছেদ হয়। এরপর মাহিনসহ তিন সন্তান নিয়ে মাহিনের মা যাত্রাবাড়ীর শহীদ ফারুক সড়কসংলগ্ন একটি বাসা ভাড়া নেন। মাহিন বেকার ছিলেন।