মুক্তিপণ নিতে এসে গ্রেপ্তার তিন অপহরণকারী

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

নারায়ণগঞ্জ শহরের খানপুর এলাকা থেকে অপহরণকারী চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে সদর মডেল থানার পুলিশ। মুক্তিপণের টাকা নিতে এসে পুলিশের হাতে ধরা পড়েছেন তাঁরা। একই সঙ্গে অপহৃত যুবককেও উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার অপহরণকারীরা হলেন জুলহাস মল্লিক (২৭), রাসেল (২০) ও জসিম খান (২৪)। আজ শনিবার দুপুরে তাঁদের পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ। এর আগে কায়সার নামের এক যুবককে অপহরণ করা হয়েছে—এমন অভিযোগ এনে তাঁর চাচাতো ভাই মো. জুয়েল বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একটি অপহরণ মামলা করেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া শহীদ মিনার থেকে গত বৃহস্পতিবার সন্ধ্যায় প্রাইম ওয়াশিং ফ্যাক্টরির কর্মচারী কায়সারকে অপহরণ করা হয়। পরে তাঁর পরিবারের কাছে মুঠোফোনে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা সদর মডেল থানার উপপরিদর্শক শহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, তথ্যপ্রযুক্তির মাধ্যমে মুক্তিপণ নিতে আসা অপহরণকারী চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। সুষ্ঠু তদন্তের জন্য পাঁচ দিনের রিমান্ড চেয়ে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।