পাটগ্রামে তিন ভারতীয় আটক

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর দিয়ে অনুপ্রবেশের অভিযোগে তিন ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। গতকাল শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে তাঁদের আটক করা হয়।

আটককৃত ব্যক্তিরা হলেন ভারতের জলপাইগুড়ির ফালাকাটা এলাকার প্রদীপ পালের ছেলে তাপস পাল (২২), একই এলাকার মোজাম্মেল হকের ছেলে রবিউল ইসলাম (২৮) ও ইদ্রিস আলীর ছেলে বুলু হোসেন (১৮)।

বিজিবি ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার বুড়িমারী স্থলবন্দর ও ওপারের ভারতের চ্যাংড়াবান্দা স্থলবন্দর আইসিপি গেট দিয়ে শূন্য রেখা (জিরোপয়েন্ট) অতিক্রম করে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে ওই তিন ভারতীয় নাগরিক। এ সময় রংপুর ৬১ বিজিবি ব্যাটালিয়নের বুড়িমারী স্থলবন্দর কোম্পানি সদর বিজিবির টহল দলের সদস্যরা তাঁদের আটক করে।

বিজিবির বুড়িমারী স্থলবন্দর কোম্পানি সদর বিজিবির কমান্ডার সুবেদার আবুল হোসেন বলেন, ‘ভুলবশত ওই তিন ভারতীয় নাগরিক বাংলাদেশে প্রবেশ করে। তাই পতাকা বৈঠকের জন্য ভারতের ১৪৮ বিএসএফ ব্যাটালিয়নের চ্যাংড়াবান্দা স্থলবন্দর বিএসএফ ক্যাম্পের কমান্ডারকে পত্র দেওয়া হয়েছে।