মেঘনায় জাহাজ নোঙর নৌযান চলাচল ব্যাহত

সোনারগাঁয়ে মেঘনা সেতুর দুই পাশে নদীতে এভাবেই মাসের পর মাস নোঙর করে রাখা হয়েছে নৌযান। গতকাল সকালে।  ছবি: প্রথম আলো
সোনারগাঁয়ে মেঘনা সেতুর দুই পাশে নদীতে এভাবেই মাসের পর মাস নোঙর করে রাখা হয়েছে নৌযান। গতকাল সকালে। ছবি: প্রথম আলো

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় মেঘনা সেতুর দুই পাশে নদীতে দীর্ঘদিন ধরে নোঙর করে রাখা হয়েছে জাহাজ। এতে নদীতে নৌযান চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। এসব জাহাজ সরাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করেও নৌযান মালিকেরা কোনো প্রতিকার পাচ্ছেন না বলে অভিযোগ পাওয়া গেছে।

এক সপ্তাহ আগে নৌযানশ্রমিক ও মালিকেরা বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ও নৌ–পুলিশ বরাবর দেওয়া লিখিত অভিযোগপত্রে উল্লেখ করেন, মেঘনা সেতুর দুই পাশে মেঘনাঘাট এলাকার বিভিন্ন শিল্পকারখানায় মালামাল লোড ও আনলোড করতে আসা বিভিন্ন নৌযান দীর্ঘদিন ধরে নোঙর করে রাখা হয়েছে। মেঘনা নদীর প্রায় ৭০ ভাগ জায়গাজুড়ে এসব নৌযান এলোপাতাড়িভাবে নোঙর করে রাখায় দেশের অন্যতম বৃহত্তর এ নৌপথে স্বাভাবিক নৌযান চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। বিশেষ করে সিলেট ও সুনামগঞ্জ থেকে ঢাকা ও চট্টগ্রামে আসা–যাওয়ার পথে পাথর–কয়লা–বালুবাহী নৌযানগুলোর চলাচলে বিঘ্ন ঘটছে। কয়েক দিন ধরে ঘন কুয়াশার কারণে সরু পথ দিয়ে নৌযানগুলো চলাচল করতে পারছে না। বিশেষ করে রাতে সরু পথ দিয়ে নৌযান চলাচল করতে না পারায় নৌযানগুলো থামিয়ে রাখতে হচ্ছে। এতে নৌযানের জট সৃষ্টি হচ্ছে।

গতকাল শনিবার সকালে সরেজমিনে দেখা যায়, মেঘনা সেতুর দুই পাশে নিয়মনীতির তোয়াক্কা না করে এলোপাতাড়িভাবে বিভিন্ন নৌযান নোঙর করে রাখা হয়েছে। নোঙর করা এসব নৌযানের কারণে নৌপথ একেবারে সরু হয়ে গেছে। ফলে সরু পথ দিয়ে বিভিন্ন নৌযান ঝুঁকি নিয়ে ধীরগতিতে চলাচল করছে।

সুনামগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘এমভি মায়ের আঁচল’ জাহাজের চালক আলী হোসেন বলেন, ‘এক মাস ধরে আমরা মেঘনা সেতুর কাছাকাছি স্থানে এসে জাহাজ থামাতে বাধ্য হচ্ছি। দিনের বেলায় ধীরগতিতে ঝুঁকি নিয়ে জাহাজ চালাতে পারলেও রাতে এ স্থান অতিক্রম করতে পারি না।’

বালুবাহী জাহাজ সমিতি সোনারগাঁ উপজেলার সভাপতি স্বপন মিয়া বলেন, ‘আমরা পুরো বিষয়টি উল্লেখ করে দ্রুত এ সমস্যার প্রতিকার চেয়ে বিআইডব্লিউটিএ ও নৌপুলিশ বরাবর গত সপ্তাহে লিখিত অভিযোগ দিয়েছি। কিন্তু কোনো প্রতিকার পাচ্ছি না।’

নোঙর করা ‘এমভি আলী বাবা-৪’ জাহাজের চালক আশিক মিয়া বলেন, ‘অন্যান্য জাহাজ এলোপাতাড়িভাবে নোঙর করেছে বলে আমরাও এভাবে নোঙর করতে বাধ্য হয়েছি। নোঙর করা জাহাজের চালকেরা নিয়ম মেনে চললে আমরাও নিয়মনীতি মেনে চলতে পারব।’

এ বিষয়ে বিআইডব্লিউটিএর নারায়ণগঞ্জ নদীবন্দরের উপপরিচালক মোবারক হোসেন প্রথম আলোকে বলেন, ঘটনাটি তদন্ত করে দু–এক দিনের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।