তুরাগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ডেকোরেটর কর্মীর মৃত্যু

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রাজধানীর তুরাগের নয়ানি চালায় আজ রোববার সকালে বিয়ের প্যান্ডেল খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সবুজ মিয়া (১৫) নামের এক কিশোর মারা গেছে। সে স্থানীয় একটি ডেকোরেটরের কর্মী ছিল।

তুরাগ থানার পুলিশ জানায়, সবুজ মিয়া মা-বাবার সঙ্গে তুরাগের নয়ানগরে থাকত। আজ সকাল সাড়ে নয়টার দিকে সে নয়ানি চালায় আদম ব্যাপারীর বাড়িতে বিয়ের প্যান্ডেল খুলতে যায়। একপর্যায়ে বাঁশের সঙ্গে লাগানো বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সবুজ ঘটনাস্থলে মারা যায়। তার বাবার নাম নাজু মিয়া। গ্রামের বাড়ি হবিগঞ্জের সদর উপজেলায়।

ঘটনা তদন্তকারী তুরাগ থানার উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম আজ প্রথম আলোকে বলেন, ১১ হাজার ভোল্টের বৈদ্যুতিক তার বাঁশের খুঁটির সঙ্গে লাগানো ছিল। সবুজের কোমরের ওপরের দিকে পুড়ে গেছে। সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে তার লাশ ময়নাতদন্তরে জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হচ্ছে।