লাশটি খড়ের স্তূপে পড়ে ছিল

ছবিটি প্রতীকী
ছবিটি প্রতীকী

নেত্রকোনার মদন উপজেলার ধলিয়াকুড়ি হাওরের একটি খড়ের স্তূপ থেকে অজ্ঞাত এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। তাঁর বয়স আনুমানিক ৭৫ বছর হতে পারে। আজ রোববার সকাল ১০টার দিকে মদন থানা-পুলিশ লাশটি উদ্ধার করে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, সকাল নয়টার দিকে স্থানীয় কৃষকেরা বোরো আবাদ করতে ধলিয়াকুড়ি হাওরে যায়। এ সময় ওই হাওরে সম্প্রতি মাড়াই করা আমন ধানের খড়ের স্তূপে এক বৃদ্ধের লাশ দেখতে পায়। পরে মদন থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। অজ্ঞাত ওই ব্যক্তির মুখে দাঁড়ি, শরীরে লম্বা হাতার একটি গেঞ্জি ও পায়জামা রয়েছে। লাশের পাশে একটি চশমা, একটি ছোট শিশি ও কিছু কাপড় পাওয়া যায়।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রমিজুল হক বলেন, ‘লাশটি ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা কি না, তা সঠিক বলা যাচ্ছে না। লাশের পরিচয় উদ্ধার এবং ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর প্রকৃত ঘটনাটি নিশ্চিত হওয়া যাবে।