নুরুলদের ওপর হামলায় মুক্তিযুদ্ধ মঞ্চের মামুন আটক

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ডাকসুর ভিপি নুরুল হক। পাশে তাঁর বাবা। ঢাকা, ২৩ ডিসেম্বর। ছবি: দীপু মালাকার
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ডাকসুর ভিপি নুরুল হক। পাশে তাঁর বাবা। ঢাকা, ২৩ ডিসেম্বর। ছবি: দীপু মালাকার

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) নুরুল হকের ওপর আবারও হামলার ঘটনায় মুক্তিযুদ্ধ মঞ্চের একাংশের সাধারণ সম্পাদক আল মামুনসহ দুজনকে আটক করেছে ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি)। আল মামুনের সঙ্গে মুক্তিযুদ্ধ মঞ্চের নেতা ইয়াসির আরাফাতকেও আটক করা হয়েছে।

ডিএমপির গণমাধ্যম শাখার অতিরিক্ত উপকমিশনার ওবায়দুর রহমান জানান, গতকাল রোববার রাতেই আল মামুনকে আটক করে ডিবি হেফাজতে আনা হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ভিপি নুরুল হকের ছোট ভাই আমিনুল। ঢাকা, ২৩ ডিসেম্বর। ছবি: দীপু মালাকার
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ভিপি নুরুল হকের ছোট ভাই আমিনুল। ঢাকা, ২৩ ডিসেম্বর। ছবি: দীপু মালাকার

গতকাল দুপুরে ডাকসু ভবনের নিজ কক্ষে নুরুল হকের ওপর হামলার ঘটনা ঘটে। এ সময় নুরুলের সঙ্গে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও কয়েকটি কলেজের কয়েকজন ছাত্র আহত হন।

ঘটনার প্রায় ৪৫ মিনিট পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম গোলাম রব্বানী নুরুলসহ আহত ছাত্রদের ডাকসু ভবন থেকে উদ্ধার করে সবাইকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতা এ পি এম সুহেল। ঢাকা, ২৩ ডিসেম্বর। ছবি: দীপু মালাকার
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতা এ পি এম সুহেল। ঢাকা, ২৩ ডিসেম্বর। ছবি: দীপু মালাকার