৬৩ লাখ টাকা মূল্যের মূর্তি উদ্ধার

১২৭ কেজি ওজনের মূল্যবান পাথরের মূর্তিটি উদ্ধার করা হয়েছে। ছবি: বিজিবির সৌজন্যে
১২৭ কেজি ওজনের মূল্যবান পাথরের মূর্তিটি উদ্ধার করা হয়েছে। ছবি: বিজিবির সৌজন্যে

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা থেকে মূল্যবান পাথরের তৈরি একটি দেবী মূর্তি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ১২৭ কেজি ওজনের মূর্তিটির আনুমানিক মূল্য ৬৩ লাখ ৫০ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

গতকাল রোববার রাতে গোমস্তাপুর উপজেলার সীমান্তবর্তী বাংগাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে মূর্তিটি উদ্ধার করে বিজিবি নওগাঁ ব্যাটালিয়ন।

বিজিবি-১৬ নওগাঁ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম আরিফুল ইসলাম জানান, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল রাত ১০টার দিকে উপজেলার বাংগাবাড়ী সীমান্ত চৌকিতে (বিওপি) অভিযান চালায় ১৬ বিজিবির একটি দল। সেখানে বাংগাবাড়ী গ্রামের বুলবুল আহমেদ নামের এক ব্যক্তির বাড়ির পাশে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১২৭ কেজি ওজনের প্রত্নতাত্ত্বিক মানসম্পন্ন মূল্যবান পাথরের তৈরি একটি দেবী মূর্তি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মূর্তিটির আনুমানিক মূল্য ৬৩ লাখ ৫০ হাজার টাকা।

তিনি আরও বলেন, পাথরের মূর্তিটি দেশের বাইরে পাচারের উদ্দেশ্যে চোরাকারবারিরা সীমান্তবর্তী গ্রামটিতে অবস্থান করছিল। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়।