হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ: কাদের

ওবায়দুল কাদের। ফাইল ছবি
ওবায়দুল কাদের। ফাইল ছবি

ডাকসু ভবনে ভিপি নুরুল হকসহ তাঁর সঙ্গীদের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ও প্রশাসনিক ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ সোমবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের এ কথা জানান।

ওবায়দুল কাদের বলেন, ‘ভিন্নমত প্রকাশের অধিকার সবার রয়েছে, ডাকসুর ভিপি আমাদের সমালোচনা করতে পারে, সরকারের সমালোচনা করার অধিকার তাঁর আছে। এখানে অন্যান্য যে বহিরাগতরা আসে এসব কথা অনেকে বলে, যত কিছুই হোক, যে হামলা হয়েছে এটা নিন্দনীয় ঘটনা, আমি এটার নিন্দা করি।’

এ বিষয়ে প্রধানমন্ত্রী নির্দেশনা জানিয়ে তিনি বলেন, ‘নেত্রী সুস্পষ্ট করে বলে দিয়েছেন, এ ঘটনার সঙ্গে যারা জড়িত তারা যদি দলীয় পরিচয়ের কেউও হয়, তাদের বিরুদ্ধে অবশ্যই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া এবং প্রশাসনিক ব্যবস্থা নিতে আইন প্রয়োগকারী সংস্থাকেও বলা হয়েছে। ”

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ও যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম গতকাল রোববার প্রধানমন্ত্রীর নির্দেশেই নূরুদের চিকিৎসার খোঁজখবর নিতে হাসপাতালে গিয়েছিলেন বলে জানান ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের পক্ষ থেকে ওই ঘটনার নিন্দা জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘যারাই এই অপকর্ম করে থাকুক, এভাবে প্রকাশ্যে এ ধরনের হামলা, এর বিচার হওয়া উচিত। আমরা আমাদের পার্টির পক্ষ থেকেও এ ঘটনার তীব্র নিন্দা জানাই।’

হামলায় ছাত্রলীগ নেতাদের জড়িত থাকার বিষয়ে তিনি বলেন, ‘ছাত্রলীগের একজনের কথা শুনেছি, অপকর্মের জন্য, বিতর্কিত বলে অনেক আগেই তাঁকে বহিষ্কার করা হয়েছে।’

মুক্তিযুদ্ধ মঞ্চের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে জানিয়ে কাদের বলেন, ‘যেই হোক, অপকর্মকারীকে অপকর্মকারী হিসেবেই দেখব, কোনো প্রকার ছাড় দেওয়ার প্রশ্ন ওঠে না।’

গতকালের ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের গাফিলতি ছিল কি না, এ প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘সরকারের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখা হবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের গাফিলতি ছিল কি না।

নূরের ওপর হামলার ঘটনায় সরকার বিব্রত কি না, এমন এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, অবশ্যই এ ধরনের ঘটনায় সরকারে বিব্রতকর অবস্থার সৃষ্টি হয়। তবে সরকার কীভাবে দেখছে এটাও দেখার বিষয়। কোনো ঘটনায় সরকার নিবৃত্ত থাকেনি, ব্যবস্থা নিয়েছে। তিনি বলেন, ক্ষমতাসীন দল একটি বিশাল পার্টি। এখানে অনুপ্রবেশকারীরা ঢুকে অবাঞ্ছিত ঘটনা ঘটায়। বিষয়গুলো খুব সিরিয়াসভাবে দেখা হচ্ছে।

আরও পড়ুন: