খোলাবাজারে বিক্রির পণ্য মিলল দোকানে

সিলেট নগরের দর্শনদেউড়ি এলাকায় অবস্থিত ‘জেস্ট ডিসকাউন্ট শপ’ নামের একটি দোকান থেকে টিসিবির বিপুল পরিমাণ পণ্য উদ্ধার করা হয়েছে। আজ সোমবার বেলা তিনটায় জেলা প্রশাসনের একটি দল দোকানটিতে অভিযান চালিয়ে এসব সামগ্রী জব্দ করেছে। এ ঘটনায় একজনকে আটকও করা হয়েছে।

জেলা প্রশাসনের সূত্রে জানা গেছে, টিসিবির খোলাবাজারে বিক্রির পণ্য একটি ডিসকাউন্ট শপে বিক্রি হচ্ছে গোপন সংবাদের ভিত্তিতে এমন খবর পেয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীনা আক্তারের নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় জেস্ট ডিসকাউন্ট শপ থেকে টিসিবির ৬০০ কেজি চাল, ৪৫০ কেজি ডাল, ২ লিটার ওজনের সয়াবিন তেলের বোতল ২১৩ টি, ৫ লিটার ওজনের সয়াবিন তেলের বোতল ৮৮টি উদ্ধার করে জব্দ করা হয়। পাশাপাশি দোকানের ব্যবস্থাপক বিদ্যুৎ দেবনাথকে (২৮) আটক করা হয়।

সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম মিঞা রাত পৌনে নয়টায় প্রথম আলোকে জানান, টিসিবি কর্তৃপক্ষের কাছে উদ্ধারকৃত পণ্য হস্তান্তর করা হবে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এ মামলায় আটককৃত ব্যক্তিকে গ্রেপ্তার দেখানো হবে।