যাত্রাবাড়ীতে অভিযান, মাছ জব্দ

ঢাকা জেলা মৎস্য দপ্তরের বিশেষ দল যাত্রাবাড়ী মৎস্য আড়তে অভিযান চালিয়ে আফ্রিকান মাগুর জব্দ করে। ছবি: সংগৃহীত
ঢাকা জেলা মৎস্য দপ্তরের বিশেষ দল যাত্রাবাড়ী মৎস্য আড়তে অভিযান চালিয়ে আফ্রিকান মাগুর জব্দ করে। ছবি: সংগৃহীত

ঢাকা জেলা মৎস্য দপ্তরের বিশেষ দল সোমবার যাত্রাবাড়ী মৎস্য আড়তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ আফ্রিকান মাগুর, সাগুদানা পুশ করা বাগদা চিংড়ি জব্দ করেছে। পরে মাছ দুস্থদের মধ্যে বিতরণ করে।

অভিযানের বিষয়ে জানতে চাইলে ঢাকা জেলা মৎস্য কর্মকর্তা মামুনুর রশিদ বলেন, আমাদের বিশেষ দল যাত্রাবাড়ীতে অভিযান পরিচালনা করে। এ সময় ১ হাজার কেজি আফ্রিকান মাগুর, ৫৫০ কেজি জাটকা ইলিশ ও ১০০ কেজি সাগুদানা পুশকৃত বাগদা চিংড়ি জব্দ করে। এ সময় বিক্রেতারা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি। পরে জব্দকৃত মাছ ১৩ টি মাদ্রাসা, আঞ্জুমান মফিদুল ও ৫০ জন দুস্থের মাঝে বিনা মূল্যে বিতরণ করা হয়।