ট্রেনের ধাক্কায় ট্রলি দুমড়েমুচড়ে নিহত ২

ছবিটি প্রতীকী
ছবিটি প্রতীকী

কুষ্টিয়ার মিরপুর উপজেলার কাটদহ বালুচর এলাকায় ট্রেনের ধাক্কায় ইঞ্জিনচালিত একটি ট্রলি দুমড়েমুচড়ে গেছে। এতে ঘটনাস্থলে দুই ব্যক্তি নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পোড়াদহ জংশনের স্টেশনমাস্টার শরিফুল ইসলাম এই তথ্যের সত্যতা নিশ্চিত করেন।

নিহত দুজন হলেন—কুষ্টিয়ার মিরপুর উপজেলার দেশনগর এলাকার কাওসার আলী (৪০) ও মহিবুল ইসলাম (৩৮)।

স্টেশনমাস্টার শরিফুল ইসলাম বলেন, খুলনা থেকে ছেড়ে আসা কপোতাক্ষ ট্রেনটি রাজশাহী যাচ্ছিল। সকাল ১০টার দিকে কাটদহ বালুচর এলাকার অরক্ষিত রেলগেট দিয়ে শ্যালোইঞ্জিনচালিত একটি ট্রলি পার হচ্ছিল। এ সময় ট্রেনটি ট্রলিটিকে ধাক্কা দেয়। এতে ট্রলিটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলে নিহত হন দুই ব্যক্তি।

ট্রেনের যাত্রী জাকির হোসেন প্রথম আলোকে মোবাইল ফোনে জানান, দুর্ঘটনার স্থান থেকে ৭০-৮০ গজ দূরে এসে ট্রেনটি থামে। এ সময় ট্রলির কিছু অংশ ট্রেনের ইঞ্জিনের সঙ্গে বেঁধে থাকতে দেখা যায়।

স্টেশনমাস্টার শরিফুল বলেন, দুর্ঘটনার পর এই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পোড়াদহ জিআরপি থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে।