মধুর ক্যানটিনের পাশে ককটেল, 'একটি গোষ্ঠীর' দিকে প্রক্টরের ইঙ্গিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনের পশ্চিম পাশে অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়। ছবি: তানভীর আহম্মদ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনের পশ্চিম পাশে অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়। ছবি: তানভীর আহম্মদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনের পশ্চিম পাশের ফটকের বাইরে ও ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) পুরোনো ফটকের সামনে থেকে আজ বৃহস্পতিবার দুপুরে অবিস্ফোরিত একটি ককটেল উদ্ধার হয়েছে। এর প্রতিক্রিয়ায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রব্বানী বলেছেন, ‘একটি গোষ্ঠীর’ ক্যাম্পাসকে ‘অস্থিতিশীল’ করার অপপ্রয়াস থেকে এটিকে বিচ্ছিন্ন করে দেখা যাচ্ছে না।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভবনে গত রোববার হামলা ও ভাঙচুর চালান ছাত্রলীগ ও মুক্তিযুদ্ধ মঞ্চের একাংশের নেতা-কর্মীরা। এ সময় পিটিয়ে আহত করা হয় ডাকসুর সহসভাপতি (ভিপি) নুরুল হকসহ অন্তত ৩০ জনকে। ককটেল উদ্ধারের ঘটনায় প্রক্টর এ ঘটনাটিকেই ইঙ্গিত করলেন। রোববারের ঘটনা নিয়ন্ত্রণে ‘ব্যর্থতা ও ছাত্রলীগের সহযোগী ভূমিকার’ জন্য প্রক্টরের পদত্যাগের দাবি উঠেছে৷

আজ সকালে মধুর ক্যানটিনে থাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হল শাখা ছাত্রলীগের এক নেতা প্রথম আলোকে বলেন, বেলা ১১টার দিকে মধুর ক্যানটিনের পশ্চিম পাশের ফটকের বাইরে ও ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) ভবনের সামনে একটি ককটেল পড়ে থাকতে দেখা যায়। তবে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেনি। দেখামাত্র ককটেলের ওপর তাৎক্ষণিকভাবে পানি ঢেলে দেওয়া হয়। পরে দুপুর ১২টার দিকে পুলিশের বম্ব ডিসপোজাল ইউনিট এসে ককটেলটি নিষ্ক্রিয় করে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনের পশ্চিম পাশে অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়। ছবি: তানভীর আহম্মদ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনের পশ্চিম পাশে অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়। ছবি: তানভীর আহম্মদ

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রব্বানী বলছেন, কয়েক দিন ধরে ‘যে গোষ্ঠীটি’ ক্যাম্পাসকে ‘অস্থিতিশীল’ করার অপপ্রয়াস চালাচ্ছে, ককটেল উদ্ধারের ঘটনাটি তার থেকে বিচ্ছিন্ন করা যাচ্ছে না।

এ কে এম গোলাম রব্বানী বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। রোববারের ঘটনায় এরই মধ্যে গঠিত তদন্ত কমিটি বিষয়টি বিবেচনায় আনবে বলে আমার বিশ্বাস। আমরা ঘটনাটা জানতে পেরে পুলিশকে খবর দিই। পরে পুলিশের বম্ব ডিসপোজাল ইউনিট এসে ককটেলটি নিষ্ক্রিয় করে।’