মিরপুরে বস্তিতে আগুনে পুড়েছে ঘরবাড়ি, খোলা আকাশের নিচে ২০০ মানুষ

মিরপুরের কালাশীতে বস্তিতে লাগা আগুনে পুড়ে গেছে সব। ছবি: শুভ্র কান্তি দাশ
মিরপুরের কালাশীতে বস্তিতে লাগা আগুনে পুড়ে গেছে সব। ছবি: শুভ্র কান্তি দাশ

রাজধানীর মিরপুরের কালশীর বাউনিয়া বস্তিতে আগুন লেগে অন্তত ৪০টি ঘর পুড়ে গেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। বস্তিসংলগ্ন ২০টির মতো দোকানও পুড়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার কিছু আগে আগুন নিয়ন্ত্রণে এসেছে। ঘরবাড়ি হারিয়ে দুই শতাধিক মানুষ এখন খোলা আকাশের নিচে অবস্থান নিয়েছে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণকক্ষের কর্মকর্তা রাসেল শিকদার আজ শুক্রবার সকালে প্রথম আলোকে বলেন, বৈদ্যুতিক গোলযোগ থেকে রাত একটার দিকে বাউনিয়া বস্তিতে আগুন লাগে। আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। বস্তির ৪০টি ঘর পুড়ে যায়। ধোঁয়ায় এক ব্যক্তি অসুস্থ হয়ে পড়েন। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তিনি সুস্থ হয়ে ওঠেন।

রাসেল শিকদার জানান, আগুন লাগার পরই বস্তিবাসীরা দৌড়ে বেরিয়ে আসে।

মিরপুরের কালাশীতে বস্তিতে লাগা আগুনে পুড়ে গেছে সব। ছবি: শুভ্র কান্তি দাশ
মিরপুরের কালাশীতে বস্তিতে লাগা আগুনে পুড়ে গেছে সব। ছবি: শুভ্র কান্তি দাশ

বস্তির পাশে ছিল পুরোনো জিনিসপত্রের (ভাঙারির) ২০টি দোকান। এগুলো সব পুড়ে গেছে। রাত ১টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট কাজ করেছে।

মিরপুর বিভাগের পুলিশের উপকমিশনার মোস্তাক আহমেদ বলেন, আগুন লাগার খবর পেয়ে পুলিশও ঘটনাস্থলে ছুটে যায়। তারা ফায়ার সার্ভিসকে সহায়তা করে। আগুন লেগে বস্তিবাসীদের দুটি গরু পুড়ে মারা গেছে।

বস্তির এক বাসিন্দা রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, বেড়িবাঁধের কাছে গড়ে উঠেছিল বস্তিটি। আগুন লাগার পর যে যার মতো ছুটে বের হয়েছে। এখন এসব মানুষ খোলা আকাশের নিচে দাঁড়িয়ে আছে। অনেকের গরম কাপড় নেই। এই শীত আর বৃষ্টির মধ্যে শিশুদের কষ্ট সবচেয়ে বেশি।

রফিকুল ইসলাম জানান, বস্তিতে বিদ্যুতের সংযোগটি ছিল অবৈধ।