আগুন পোহাতে গিয়ে দগ্ধ স্কুলশিক্ষকের মৃত্যু

নাজমুল হক
নাজমুল হক

পঞ্চগড়ে শীতের তীব্রতায় আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধ অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক নাজমুল হক (৭০) মারা গেছেন। আজ শুক্রবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

২০ ডিসেম্বর দুপুরে বাড়ির পাশে খড়কুটো জ্বালিয়ে আগুন পোহাতে গিয়ে নাজমুল হক দগ্ধ হন। তিনি পঞ্চগড় বিষ্ণু প্রসাদ (বিপি) সরকারি উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। তিনি পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের আমকাঁঠাল-মালিপাড়া এলাকার বাসিন্দা।

হাফিজাবাদ ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মুছা কলিমুল্লা ওই শিক্ষকের পরিবারের বরাত দিয়ে বলেন, নাজমুল হকের লুঙ্গিতে আগুন লাগে। পরে পরিবারের লোকজন এসে তা নেভান। ততক্ষণে তাঁর শরীরের কোমর থেকে নিচের অংশ পুড়ে যায়। প্রথমে তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার আরও অবনতি হলে পরদিন তাঁকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, আগামীকাল শনিবার সকালে নাজমুল হকের দাফন সম্পন্ন হবে।