শিশু আয়েশা 'হত্যা', ভাড়াটিয়ার ছেলের বিরুদ্ধে মামলা

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

শিশু আয়েশা আক্তারের ‘লাশ’ উদ্ধারের ঘটনায় ভাটারা থানায় হত্যা মামলা হয়েছে। শুক্রবার শিশুটির বাবা ইয়াসিন মুন্সি তাঁর ভাড়াটিয়ার কিশোর ছেলের বিরুদ্ধে এই মামলা করেন। তবে আজ রাত পর্যন্ত পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারেনি।

গতকাল বৃহস্পতিবার বিকেল চারটার দিকে ইয়াসিনের ভাড়াটিয়া জামাল হোসেনের বাসার খাটের নিচ থেকে ওই শিশুকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছিল। উদ্ধারের সময় শিশুটির দুই হাত গামছা দিয়ে বাঁধা ও মুখে কাপড় গোঁজা ছিল । আয়েশাকে প্রথমে স্থানীয় হাসপাতালে ও পরে রাত পৌনে আটটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখানের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ ও আয়েশার পরিবার সূত্রে জানা গেছে, ঘটনার পর থেকে ওই কিশোর পলাতক। তার বাবা জামাল বাক্‌প্রতিবন্ধী।

ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তার হোসেন প্রথম আলোকে বলেন, আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। শুক্রবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে আয়েশার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

ময়নাতদন্তকারী ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক সোহেল মাহমুদ সাংবাদিকদের বলেন, শিশুটিকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। তার গলায় শ্বাসরোধের আলামত পাওয়া গেছে।