ছাগলবোঝাই ট্রাক খাদে, ২ জনের মৃত্যু

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ঢাকার সাভারে ছাগলবোঝাই ট্রাক সড়কের পাশে খাদের নিচে পানিতে পড়ে গেলে দুজনের মৃত্যু হয়। এ সময় ট্রাকে থাকা শতাধিক ছাগলও মারা যায়। আজ শুক্রবার ভোরে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন ছাগল ব্যবসায়ী জাকারিয়া হোসেন ও ট্রাকচালকের সহকারী হাসান মিয়া।

সাভার থানা-পুলিশ জানায়, ট্রাকটি জয়পুরহাট থেকে ছাগল নিয়ে ঢাকার গাবতলীতে যাচ্ছিল। ট্রাকটি ভোরে সাভারের জোরপুল এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। মুহূর্তের মধ্যে ট্রাকটি সড়কের পাশে খাদের নিচে পানিতে পড়ে যায়। এ সময় পানিতে ডুবে শতাধিক ছাগলসহ ব্যবসায়ী ও চালকের সহকারী মারা যান। খবর পেয়ে সাভার থেকে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তাঁদের লাশ উদ্ধার করে।

সাভার মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) শরীফুল ইসলাম দুর্ঘটনার তথ্যের সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, ছাগলবোঝাই ট্রাক পানিতে পড়ার পরপরই চালক ট্রাক থেকে বের হয়ে পালিয়ে যান। তবে ব্যবসায়ী ও চালকের সহকারী ট্রাকের ভেতর আটকে পড়ে মারা যান।