বসতঘরের দেয়ালধসে গৃহবধূর মৃত্যু

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

কক্সবাজারের রামুতে মাটি দিয়ে নির্মিত বসতঘরের দেয়ালধসে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের নাপিতেরঘোনা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূর নাম তৈয়বা আক্তার (২২)। তিনি এলাকার মোহাম্মদ রুবেলের স্ত্রী।

এ ঘটনায় আহত হয়েছেন দুজন। তাঁরা হলেন তৈয়বার শাশুড়ি আরেফা আকতার (৪৪) ও ননদ রেহেনা আক্তার (১২)।

আহত দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

রামু থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, আজ সকাল পৌনে আটটার দিকে ঘরের মাটির দেয়ালে সংস্কারকাজ করছিলেন তৈয়বাসহ তিনজন। এ সময় তিনজনের ওপর দেয়াল ধসে পড়ে। এতে ঘটনাস্থলে মারা যান তৈয়বা।

কাউয়ারখোপ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোস্তাক আহমদ বলেন, রাতে কুয়াশা ও হালকা বৃষ্টিতে মাটির দেয়াল ভিজে নরম হয়ে গিয়েছিল। সকালে দেয়াল সংস্কারের কাজ করার সময় তা ধসে পড়ে হতাহতের ঘটনা ঘটে। দেয়ালের মাটি সরিয়ে তৈয়বার লাশ উদ্ধার করেন প্রতিবেশীরা।