শিশুদের পড়ালেখায় চাপ না দিতে শিক্ষামন্ত্রীর অনুরোধ

চাঁদপুরের বাবুরহাট উচ্চবিদ্যালয় ও কলেজের ১০ যুগ পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের দ্বিতীয় দিন প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী দীপু মনি। ছবি: প্রথম আলো
চাঁদপুরের বাবুরহাট উচ্চবিদ্যালয় ও কলেজের ১০ যুগ পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের দ্বিতীয় দিন প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী দীপু মনি। ছবি: প্রথম আলো

শিশুদের পড়ালেখায় চাপ না দিতে বাবা–মায়েদের প্রতি অনুরোধ জানিয়েছেন চাঁদপুর-৩ আসনের সাংসদ শিক্ষামন্ত্রী দীপু মনি। তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ, শিক্ষার্থীদের ওপর থেকে বইয়ের চাপ, পড়ার চাপ কমাতে হবে। কারণ, শিক্ষাজীবনটা যদি আনন্দময় না হয়, তাহলে অন্য আরও কিছু শিখবে কী করে। সারাক্ষণ আমরা তাদের চাপের মধ্যে রাখছি। বইয়ের মধ্যে লুকিয়ে রাখছি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশি রাখা যাবে না। তাহলে তারা অসামাজিক হয়ে উঠবে।’

আজ শনিবার দুপুরে চাঁদপুরের বাবুরহাট উচ্চবিদ্যালয় ও কলেজের ১০ যুগ পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের দ্বিতীয় দিন প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

পরে সাংবাদিকদের প্রশ্নের এক জবাবে ভর্তি–বাণিজ্য বন্ধে গণমাধ্যম ও অভিভাবকদের সহযোগিতা চেয়ে দীপু মনি বলেন, ‘কিছু কিছু শিক্ষাপ্রতিষ্ঠান অনিয়ম করছে, সেগুলোর বিষয়ে আমাদের কড়া নজরদারি রয়েছে। এতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নয়, সামাজিক সচেতনতা ও অভিভাবকদের সহযোগিতা প্রয়োজন। এ জন্য গণমাধ্যমের সহযোগিতা চাই।’

চাঁদপুর বাবুরহাট উচ্চবিদ্যালয় ও কলেজের ১০ যুগ পূর্তি অনুষ্ঠানে ছিলেন সাবেক শিক্ষার্থী আইজিপি মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। ছবি: প্রথম আলো
চাঁদপুর বাবুরহাট উচ্চবিদ্যালয় ও কলেজের ১০ যুগ পূর্তি অনুষ্ঠানে ছিলেন সাবেক শিক্ষার্থী আইজিপি মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। ছবি: প্রথম আলো

অনুষ্ঠানের উদ্বোধক এই বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী পুলিশের মহাপরিদর্শক মোহাম্মদ জাবেদ পাটওয়ারী বলেন, ‘মাদকের চেয়েও ভয়াবহ নেশা ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়া। এই নেশায় আমাদের কেউই রক্ষা পাচ্ছে না। সন্তান বলেন আর বাবা-মা ,ভাই-বোন বলেন, সবাই আজ ঘাড় গুঁজে বসে আছেন ইন্টারনেট আর ফেসবুক নিয়ে। এ জন্য আমি এই প্রজন্মকে নাম দিয়েছি ঘাড় গোঁজা জেনারেশন (জিজিজি)। একই ঘ‌রে থেকেও বাবা-মা, বোন-ভাই ফেসবুকে নিজেদের ডুবিয়ে রেখেছে। কারও সাথে কোনো কথা নাই, আলাপচারিতা নাই।’ তিনি আরও বলেন, ‘জঙ্গিবাদের ছোবল থেকে আমরা অনেকটাই মুক্ত হয়েছি। কিন্তু মাদক দেশের আনাচকানাচে ছড়িয়ে পড়েছে। এ জন্য আমরা সবাই মাদককে “না” বলি।’

গতকাল শুক্রবার বেলা সাড়ে তিনটায় বিদ্যালয় প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে শুরু হয় দুদিনব্যাপী বাবুরহাট উচ্চবিদ্যালয় ও কলেজের ১০ যুগপূর্তি (১২০ বছর) ও পুনর্মিলনী অনুষ্ঠান।