বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আজ রোববার দুপরে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় অবিস্ফোরিত অবস্থায় আরও তিনটি ককটেল উদ্ধার করেছে পুলিশ।

পুলিশের মতিঝিল বিভাগের সহকারী কমিশনার মো. জাহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, আজ দুপুর সাড়ে ১২টার দিকে একটি মোটরসাইকেলে করে দুজন ব্যক্তি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দিয়ে যাওয়ার সময় ককটেল ছুঁড়ে দ্রুত পালিয়ে যায়। একটি ককটেল বিস্ফোরিত হয়। পরে ঘটনাস্থল থেকে আরও তিনটি অবিস্ফোরিত ককটেল পাওয়া যায়।

পুলিশ জানিয়েছে, ককটেল বিস্ফোরণে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। বিস্ফোরণের পর পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে আসেন। তাঁরা বেলা ১টার দিকে অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার হওয়া ককটেল তিনটি নিষ্ক্রিয় করে।

সহকারী কমিশনার জাহিদুল ইসলাম বলেন, সম্প্রতি ছাত্রদলের কমিটি নিয়ে দুইপক্ষের মধ্যে বিরোধ চলছে। নতুন কমিটির বিরোধিরা এই ঘটনা ঘটাতে পারে বলে তাঁরা ধারণা করছেন। জড়িতদের শনাক্ত করতে সেখানকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি।