৪ ঘণ্টা পর সিলেটের সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক

চার ঘণ্টা পর আজ রোববার বেলা আড়াইটার দিকে সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় সারবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হলে সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে।

বরমচাল রেলওয়ে স্টেশন এলাকায় সিলেট-আখাউড়া রেলপথে আজ সকাল সাড়ে ১০টায় এ দুর্ঘটনা ঘটে। ফেঞ্চুগঞ্জ সার কারখানা থেকে সার নিয়ে ট্রেনটি উত্তরবঙ্গে যাচ্ছিল।

শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনমাস্টার জাহাঙ্গীর হোসেন ও শমশেরনগর রেলওয়ে স্টেশনমাস্টার জামাল উদ্দীন বলেন, ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় সিলেটে আটকা পড়ে চট্টগ্রামগামী আন্তনগর পাহাড়িকা এক্সপ্রেস আর কুলাউড়া স্টেশনে সিলেটগামী কুশিয়ারা এক্সপ্রেস ট্রেন।

জামাল উদ্দীন বলেন, সিলেট থেকে উদ্ধারকারী একটি ট্রেন এসে লাইনচ্যুত হওয়া বগি উদ্ধার করে। বেলা আড়াইটায় এ পথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। এরপর বিকেল সোয়া চারটায় কুলাউড়া থেকে আন্তনগর পারাবত এক্সপ্রেস ট্রেন সিলেটের উদ্দেশে ছেড়ে যায়। তারপর সিলেট থেকে চট্টগ্রাম অভিমুখী আন্তনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন ছেড়ে যায়।