একাদশ সংসদ নির্বাচনের প্রথম বর্ষপূর্তি আজ

অলংকরণ : তুলি
অলংকরণ : তুলি

আজ ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রথম বর্ষপূর্তি। নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট নিরঙ্কুশ জয় পায়। সরকারি দল আওয়ামী লীগ দিবসটিকে ‘গণতন্ত্রের বিজয় দিবস’ হিসেবে পালন করার জন্য বিভিন্ন কর্মসূচি নিয়েছে।

তবে বিএনপি পালন করবে ‘গণতন্ত্র হত্যা দিবস’। আর বাম গণতান্ত্রিক জোট দিবসটিকে ‘কালো দিবস’ হিসেবে পালন করার ঘোষণা দিয়েছে।

গতকাল রোববার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে ‘২০১৮ সালের ভোট ডাকাতির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ’ কর্মসূচি পালন করেছে জাতীয় ঐক্যফ্রন্ট। ঐক্যফ্রন্ট সমাবেশ শেষে একটি মিছিল বের করে। কদম ফোয়ারা মোড়ে পুলিশ মিছিলটি আটকে দেয়।

সমাবেশে ঐক্যফ্রন্টের নেতা ও জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেন, ‘ভোট ডাকাতদের ধরতে হবে। ভোট ডাকাতি করা রাষ্ট্রদ্রোহ।’ গণফোরামের নির্বাহী সভাপতি আবু সাইয়িদ বলেন, ভোট ডাকাতি নয়, জনগণের অধিকার ডাকাতি করা হয়েছে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান বলেন, ৩০ ডিসেম্বরের ভোট ২৯ ডিসেম্বর রাতে হয়েছে। তাই তাঁরা এদিনই বর্ষপূর্তিতে বিক্ষোভ সমাবেশ করেছেন।

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, মুক্তিযুদ্ধে গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করার জন্য আওয়ামী লীগের যেমন কৃতিত্ব দাবির অধিকার আছে, তেমনি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কলঙ্ক রচনা করার ইতিহাসও তাদের। সমাবেশে আরও বক্তব্য দেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি জাফরুল্লাহ চৌধুরী।

‘গণতন্ত্র হত্যা দিবস’

দেশের মানুষের ভোটাধিকার লুট করা হয়েছে দাবি করে দিবসটিকে ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসেবে পালন করার ঘোষণা দিয়েছে বিএনপি। দিবসটি উপলক্ষে ঢাকাসহ দেশব্যাপী প্রতিবাদ সমাবেশ, নেতা-কর্মীদের কালো ব্যাজ ধারণ, কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশের দলীয় কার্যালয়গুলোতে কালো পতাকা উত্তোলন করার কর্মসূচি ঘোষণা করেছে দলটি। বেলা দুইটায় দলের নয়াপল্টন কার্যালয়ের সামনে সমাবেশ করবে বিএনপি।

গণতন্ত্রের বিজয় দিবস

গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বেলা তিনটায় ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে বিজয় সমাবেশ অনুষ্ঠিত হবে। এ ছাড়া সারা দেশে বিজয় মিছিল, শোভাযাত্রা, সমাবেশসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদ্‌যাপন করতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

‘কালো দিবস’

গণতান্ত্রিক বাম জোটের নেতারা বলছেন, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর নজিরবিহীন ভোট ডাকাতির মধ্য দিয়ে গঠিত সংসদ ও সরকার এক বছর পার করেছে। গতকাল পুরানা পল্টনে জোটের কার্যালয়ে কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সভায় নেতারা এসব কথা বলেন। আজ বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে জোটের সমাবেশ রয়েছে।