মেয়ের সঙ্গে প্রেমে বাধা দেওয়ায় বাবাকে খুন

ছবিটি প্রতীকী
ছবিটি প্রতীকী

সিলেটের বিয়ানীবাজার উপজেলায় নির্মাণশ্রমিক নজরুল ইসলাম (৪৫) খুনের ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ওই যুবকের নাম আবদুল মুবিন ওরফে লিমন (২৪)। তিনি বিয়ানীবাজারের লাউতা টিকরপাড়া গ্রামের বাসিন্দা।

পুলিশ বলছে, মেয়ের সঙ্গে প্রেমে বাধা দেওয়ায় নজরুল ইসলামকে মুঠোফোনে কল দিয়ে ডেকে নিয়ে খুন করেছেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন আবদুল মুবিন। গতাকল রোববার রাতে নিজ বাড়ি থেকে আবদুল মুবিনকে আটক করে পুলিশ।

গত শনিবার রাত আটটার দিকে বিয়ানীবাজারের লাউতা নন্দীরফল ও টিকরপাড়া গ্রামের মধ্যবর্তী একটি ফাঁকা এলাকার তালগাছের নিচ থেকে নজরুল ইসলামের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহত নজরুলের স্ত্রী হাসনা বেগম গতকাল রাতে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে বিয়ানীবাজার থানায় হত্যা মামলা করেন।

পুলিশ সূত্র জানায়, নিহত নির্মাণশ্রমিক নজরুল ইসলামের মুঠোফোন নম্বরে সর্বশেষ ফোনের সূত্র ধরে আবদুল মুবিনকে আটক করা হয়েছে। মুবিনকে জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন তিনি। তাঁর কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি, লাঠি, মুঠোফোনের ব্যাটারি উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মুবিন জানিয়েছেন, নজরুল ইসলামের মেয়ের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল। কিন্তু কিছুদিন আগে মেয়েকে মুবিনের সঙ্গে যোগাযোগ করতে বাধা দেন নজরুল। এর জের ধরে ক্ষুব্ধ হয়ে নজরুলকে মুঠোফোনে ডেকে নিয়ে হত্যা করা হয়। এ হত্যাকাণ্ডে মুবিন একাই জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন। এ ঘটনায় তদন্ত অব্যাহত রেখেছে পুলিশ।

সিলেট জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (জকিগঞ্জ ও বিয়ানীবাজার সার্কেল) সুদীপ্ত রায় প্রথম আলোকে বলেন, মেয়ের সঙ্গে সম্পর্কে বাধা দেওয়ায় নজরুল ইসলামকে মুঠোফোনে কল দিয়ে ডেকে নিয়ে খুন করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই খুনের কথা স্বীকার করেছেন মুবিন। এ ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে।