শেষ পর্যন্ত নির্বাচনে থাকব: তাবিথ আউয়াল

ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার হাতে মনোনয়নপত্র জমা দেন বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়াল। আগারগাঁও, ঢাকা, ৩১ ডিসেম্বর। ছবি: সাজিদ হোসেন
ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার হাতে মনোনয়নপত্র জমা দেন বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়াল। আগারগাঁও, ঢাকা, ৩১ ডিসেম্বর। ছবি: সাজিদ হোসেন

ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আবুল কাশেমের হাতে আজ মঙ্গলবার বেলা দুইটার দিকে মনোনয়নপত্র জমা দেন উত্তর সিটিতে বিএনপি মনোনীত প্রার্থী তাবিথ আউয়াল। পরে সাংবাদিকদের তিনি বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাস রেখে তিনি মনোনয়নপত্র জমা দিয়েছেন।

কিন্তু নির্বাচন অবাধ সুষ্ঠু হবে কি না, মানুষ নির্ভয়ে ভোট দিতে পারবে কি না, এ নিয়ে সন্দেহ আছে। ইভিএম ব্যবহার করার কথা বলে নির্বাচন কমিশন বিতর্ক আরও বাড়িয়েছে। তিনি ইভিএম ব্যবহার না করার দাবি জানান।

এক প্রশ্নের জবাবে তাবিথ আউয়াল বলেন, শেষ পর্যন্ত নির্বাচনে থাকব। শেষটা দেখে ছাড়ব।

মনোনয়নপত্র জমা দেওয়ার সময় তাবিথের সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ইকবাল হাসান মাহমুদসহ ১০ থেকে ১২ জন সমর্থক। আচরণবিধি অনুযায়ী ৫ জনের বেশি কর্মকর্তা মনোনয়নপত্র জমা দেওয়ার সময় যেতে পারেন না।

এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা আবুল কাশেম বলেন, ‘অনেক সাংবাদিক ছিলেন। সবাইকে চেনা যায় না। তবে তিনি বিএনপি প্রাথীকে জিজ্ঞাসা করেছেন, তাঁর সঙ্গে কতজন আছেন। তিনি বলেছেন, ৫ জন নিয়েই তিনি এসেছেন।