প্রাথমিকে সেরা জেলা গাজীপুর, উপজেলা দৌলতখান

ফাইল ছবি
ফাইল ছবি

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় এবার ৬৪ জেলার মধ্যে সবচেয়ে ভালো ফল করেছে গাজীপুর। এই জেলা থেকে ৯৯.১৪ শতাংশ পরীক্ষার্থী পাস করেছে। অন্য দিকে ৫১০টি উপজেলা ও থানার মধ্যে প্রথম হয়েছে ভোলার দৌলতখান উপজেলা। এই জেলার শতভাগ পরীক্ষার্থী পাস করেছে। 

এদিকে ফলাফলে জেলার মধ্যে ফরিদপুর সবচেয়ে পিছিয়ে রয়েছে। এ জেলায় পাসের হার ৮৫.৯৬ শতাংশ। আর উপজেলার মধ্যে পিছিয়ে রয়েছে সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা। এ উপজেলায় পাসের হার ৬১.৮৭ শতাংশ।

আজ মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ পরীক্ষার ফলাফল তুলে ধরেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।

এবার প্রাথমিক সমাপনী পরীক্ষায় গড় পাসের হার ৯৫.৫০ শতাংশ।

বিদ্যালয়ের ধরন অনুযায়ী সরকারি উচ্চ বিদ্যালয়ে থাকা প্রাথমিক স্তরের শিশুরা সবচেয়ে ভালো করেছে। এ ধরনের বিদ্যালয়গুলোতে পাসের হার ৯৯.৫৫ শতাংশ। এ ছাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে গড় পাসের হার ৯৬.০১ শতাংশ।

এর আগে সকাল ১০টায় গণভবনে প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফলাফলের অনুলিপি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেওয়া হয়।