ভাসানী বিশ্ববিদ্যালয়ের ছাত্রের ওপর হামলাকারী বহিরাগত গ্রেপ্তার

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর ওপর হামলার ঘটনায় করা মামলায় এক আসামিকে আজ মঙ্গলবার ভোরে গ্রেপ্তার করেছে পুলিশ।

তাঁর নাম হোসেন মো. আসিফ (২২)। তিনি বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী সন্তোষ পুরাতন পাড়ার ছেলে।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ২৬ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ে রসায়ন বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র খাইরুল এনাম ফাহিককে ক্যাম্পাস থেকে শহরে যাওয়ার পথে চাপাতি দিয়ে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করা হয়। এ ব্যাপারে গ্রেপ্তার হওয়া আসিফসহ কয়েকজনের নামে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা রবিউল ইসলাম বাদী হয়ে মামলা করেন।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা শামসুল আলম বলেন, ঘটনার দিন বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে আড্ডা দেওয়ার সময় চেয়ারে বসাকে কেন্দ্র করে খাইরুলের সঙ্গে আসিফসহ কয়েকজনের কথা-কাটাকাটি হয়। রাতে খাইরুল একা শহরে যাওয়ার পথে বিকেলের কথা-কাটাকাটির জের ধরে তাঁর ওপর হামলার ঘটনা ঘটে।

আহত খাইরুল নোয়াখালীর বেগমগঞ্জের আকবর হোসেনের ছেলে। তাঁর ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন।

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন জানান, আসিফকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।