গণভবনে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার গণভবনে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে সারা দেশে বিনা মূল্যে পাঠ্যপুস্তক বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় তিনি কিছু শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেন। প্রধানমন্ত্রী বলেন, ‘সারাক্ষণ শুধু পড় পড় করলে ছোট ছেলেমেয়েদের ভালো লাগে না। খেলাধুলার মধ্য দিয়ে তাদের পড়ালেখা শেখাতে হবে। তবেই সেটা ফলপ্রসূ হবে।’ এরপর তিনি গণভবনের লনে শিশুদের সঙ্গে আনন্দঘন কিছুটা সময় কাটান।

গণভবন চত্বরে এক দৃষ্টিপ্রতিবন্ধী শিশুকে দোলনায় দোল দিচ্ছেন প্রধানমন্ত্রী। ছবি: বাসস
গণভবন চত্বরে এক দৃষ্টিপ্রতিবন্ধী শিশুকে দোলনায় দোল দিচ্ছেন প্রধানমন্ত্রী। ছবি: বাসস
প্রধানমন্ত্রীর সামনে দোলনায় দোল খেতে বেশ লজ্জা পাচ্ছিল দুজনের একজন। প্রধানমন্ত্রী পরে নিজেই তাদের দোল দেন। ছবি: ফোকাস বাংলা
প্রধানমন্ত্রীর সামনে দোলনায় দোল খেতে বেশ লজ্জা পাচ্ছিল দুজনের একজন। প্রধানমন্ত্রী পরে নিজেই তাদের দোল দেন। ছবি: ফোকাস বাংলা
প্রধানমন্ত্রীর হাতে দোল খেয়ে বেজায় খুশি তারা। ছবি: বাসস
প্রধানমন্ত্রীর হাতে দোল খেয়ে বেজায় খুশি তারা। ছবি: বাসস
নতুন বই পাওয়া শিক্ষার্থী এবং অন্যদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: বাসস
নতুন বই পাওয়া শিক্ষার্থী এবং অন্যদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: বাসস
প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে তাঁকে ঘিরে ধরে শিশুর দল। ছবি: ফোকাস বাংলা
প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে তাঁকে ঘিরে ধরে শিশুর দল। ছবি: ফোকাস বাংলা