স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে সম্পাদনা করা গ্রন্থের মোড়ক উন্মোচন

প্রকাশনা উৎসব ও মোড়ক উন্মোচন অনুষ্ঠানে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। ছবি: সংগৃহীত
প্রকাশনা উৎসব ও মোড়ক উন্মোচন অনুষ্ঠানে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। ছবি: সংগৃহীত

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে নিয়ে সম্পাদনা করা গ্রন্থের প্রকাশনা উৎসব ও মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাজধানীর একটি মিলনায়তনে গ্রন্থটির মোড়ক উন্মোচন করা হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. শরীফ মাহমুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পাঞ্জেরী পাবলিকেশনস লিমিটেডের প্রকাশনায় ‘নন্দিত স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান’ গ্রন্থটি সম্পাদনা করেছেন বাংলাদেশ পুলিশের ডিআইজি হাবিবুর রহমান।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্‌যাপন বাস্তবায়ন কমিটির সভাপতি রফিকুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেন, ‘মাদক, চরমপন্থী, জঙ্গি দমনসহ দেশের প্রতিটি ঘটনায় তিনি অত্যন্ত ধীরস্থিরভাবে আমাদের নির্দেশনা দিচ্ছেন। আন্তর্জাতিক পরিমণ্ডলের বৈঠকেও তিনি অত্যন্ত প্রজ্ঞার পরিচয় দিচ্ছেন।’

অনুষ্ঠানে কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন বলেন, ‘আসাদুজ্জামান খান একজন সদালাপী ও প্রচারবিমুখ ব্যক্তিত্ব। মুক্তিযুদ্ধের সময় ফার্মগেটের কঠিন ব্যারিকেডের নেতৃত্বে ছিলেন তিনি।’

কথাসাহিত্যিক সেলিনা হোসেন বলেন, ‘আসাদুজ্জামান খান ইতিহাসের মানবসন্তান। তাঁর কর্মের কারণে বাঙালির মাঝে হাজার বছর ধরে তিনি ইতিহাসের মানুষ হয়ে বেঁচে থাকবেন।’

স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিব মোস্তাফা কামাল উদ্দীন, দুদক কমিশনার মো. মোজাম্মেল হক খান প্রমুখ। অনুষ্ঠান শেষে মোনাজাত ও দোয়া পরিচালনা করেন শোলাকিয়া ঈদ জামাতের ইমাম ফরিদ উদ্দিন মাসউদ।