বছরের প্রথম দিনে শ্রম ভবনে 'বঙ্গবন্ধু কর্নার' উদ্বোধন

মুজিব বর্ষ উপলক্ষে রাজধানীর শ্রম ভবনে উদ্বোধন করা হয়েছে ‘বঙ্গবন্ধু কর্নার’। বিজয়নগর, ঢাকা, ১ জানুয়ারি। ছবি: আহমেদ দীপ্ত
মুজিব বর্ষ উপলক্ষে রাজধানীর শ্রম ভবনে উদ্বোধন করা হয়েছে ‘বঙ্গবন্ধু কর্নার’। বিজয়নগর, ঢাকা, ১ জানুয়ারি। ছবি: আহমেদ দীপ্ত

নতুন বছরের প্রথম দিনে রাজধানীর বিজয়নগরের শ্রম ভবনে উদ্বোধন করা হলো ‘বঙ্গবন্ধু কর্নার’। শ্রম ভবনের কলকারখানা পরিদর্শন ও প্রতিষ্ঠান অধিদপ্তরের ১৪ তলায় এই কর্নারের উদ্বোধন করা হয়। আজ বুধবার বেলা একটার দিকে ফিতা কেটে বঙ্গবন্ধু কর্নার খুলে দেওয়া হয়।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে শ্রম ভবনে এই কর্নার উদ্বোধন করা হয়েছে। এই কর্নারে থাকছে মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, শ্রম আইন ও নীতিমালাবিষয়ক প্রায় আড়াই হাজার বই। পাশাপাশি থাকছে অনেক আলোকচিত্র। কলকারখানা পরিদর্শন ও প্রতিষ্ঠান অধিদপ্তরসহ শ্রম মন্ত্রণালয় ও শ্রম ভবনের কর্মকর্তা-কর্মচারীরা এই বঙ্গবন্ধু কর্নার ব্যবহার করতে পারবেন।

বঙ্গবন্ধু কর্নারের উদ্বোধন করেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, এ বছর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালন করা হবে। সেই লক্ষ্যে শ্রম মন্ত্রণালয়ের পক্ষ থেকে নানা কর্মসূচি থাকবে। এর অংশ হিসেবে নতুন বছরের প্রথম দিনেই এই বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করা হলো।

বঙ্গবন্ধু কর্নারের উদ্বোধন করেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান। বিজয়নগর, ঢাকা, ১ জানুয়ারি। ছবি: আহমেদ দীপ্ত
বঙ্গবন্ধু কর্নারের উদ্বোধন করেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান। বিজয়নগর, ঢাকা, ১ জানুয়ারি। ছবি: আহমেদ দীপ্ত

শ্রম প্রতিমন্ত্রী আরও বলেন, ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিরসন প্রকল্পের তিন ধাপে ৯০ হাজার শিশুকে ঝুঁকিপূর্ণ কাজ থেকে প্রত্যাহার করা হয়েছে। আরও এক লাখ শিশুকে ঝুঁকিপূর্ণ কাজ থেকে প্রত্যাহার করার প্রকল্প নেওয়া হবে।

অনুষ্ঠানে শ্রমসচিব কে এম আজম আলী বলেন, চলতি বছর মুজিব বর্ষ উপলক্ষে ব্যাপক কর্মসূচি নেওয়া হবে। এর অংশ হিসেবে জাতির পিতার কর্মজীবন তুলে ধরতে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করা হলো। বঙ্গবন্ধুর কর্মময় জীবন সম্পর্কে সবাইকে পড়তে হবে, তাঁর আদর্শ ধারণ করতে হবে।

অনুষ্ঠানে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক শিবনাথ রায়, জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি ফজলুল হকসহ কলকারখানা পরিদর্শন ও প্রতিষ্ঠান অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।