সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনে হামলা-ভাঙচুর

বাসায় হামলা ও ভাঙচুরের পর জিনিসপত্র এভাবে পড়ে থাকতে দেখা যায়। পটুয়াখালী, ১ জানুয়ারি। ছবি: সংগৃহীত
বাসায় হামলা ও ভাঙচুরের পর জিনিসপত্র এভাবে পড়ে থাকতে দেখা যায়। পটুয়াখালী, ১ জানুয়ারি। ছবি: সংগৃহীত

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি আলতাফ হোসেন চৌধুরীর বাসভবনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। আজ বুধবার পটুয়াখালী শহরের শেরেবাংলা সড়কের সুরাইয়া ভিলায় এ ঘটনা ঘটে। এ হামলার জন্য ছাত্রলীগকে দায়ী করেছে জেলা বিএনপি।

জেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াহিদ সরোয়ার কালাম বলেন, আজ বেলা সাড়ে ১১টার দিকে রড, লাঠিসোঁটাসহ দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালানো হয়। হামলাকারীরা বাড়ির প্রধান ফটক ভেঙে ভেতরে ঢোকে। এরপর মূল ভবনের কলাপসিবল গেট ভেঙে বাসভবনের ভেতরে ঢুকে টেবিল-চেয়ারসহ আসবাবপত্র ভাঙচুর করে। বাসভবনের ভেতর ও বাইরের জানালার গ্লাসও ভাঙচুর করা হয়। জেলা ছাত্রলীগ ও তাদের সন্ত্রাসী বাহিনী এই হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীর বাসভবনে হামলা ও ভাঙচুর করা হয়েছে। পটুয়াখালী, ১ জানুয়ারি। ছবি: সংগৃহীত
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীর বাসভবনে হামলা ও ভাঙচুর করা হয়েছে। পটুয়াখালী, ১ জানুয়ারি। ছবি: সংগৃহীত

এ বিষয়ে জানতে চাইলে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন মো. ফারুক ভূঁইয়া বলেন, পটুয়াখালী বিএনপি যেমন বিভক্ত, তেমনি ছাত্রদলও বিভক্ত। আজ ছিল ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী। ছাত্রদলের দুই পক্ষের বিরোধের জেরে এই ঘটনা ঘটেছে। এখন নিজেদের দোষ আড়াল করতে জেলা ছাত্রলীগকে দায়ী করা হচ্ছে। এই ঘটনার সঙ্গে জেলা ছাত্রলীগ জড়িত নয়।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান বলেন, ‘ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সম্পর্কে আমাদের অবহিত করা হয়নি। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ যায়। তখন পরিস্থিতি শান্ত হয়। এ ঘটনার জন্য জেলা ছাত্রদল ও ছাত্রলীগ একে অপরকে দায়ী করছে।’