শিমের নাম 'গোয়ালগাদ্দা'

>

ঠেলাগাড়ি ও ঝুড়ি ভরে শিম নিয়ে আসছেন চাষিরা। একেকজনের কাছে ৩০০ থেকে ৪০০ কেজি পর্যন্ত শিম। দরদাম করে সেই শিম কিনছেন পাইকাররা। এরপর বস্তায় ভরে তোলা হচ্ছে ছোট-বড় ট্রাকে। পুরকায়স্থ বাজার থেকে এই শিম চলে যাচ্ছে দেশের বিভিন্ন স্থানে। শুধু দেশেই নয়, বিদেশেও যাচ্ছে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ‘গোয়ালগাদ্দা’ নামের এ শিম।

সিলেট অঞ্চলে ‘গোয়ালগাদ্দা’ নামের এই বিশেষ জাতের শিমটির উৎপাদন ভালো হয় গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণ ও লক্ষণাবন্দ ইউনিয়নে
সিলেট অঞ্চলে ‘গোয়ালগাদ্দা’ নামের এই বিশেষ জাতের শিমটির উৎপাদন ভালো হয় গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণ ও লক্ষণাবন্দ ইউনিয়নে
ঢাকাদক্ষিণের পুরকায়স্থ বাজার ও লক্ষণাবন্দের চৌধুরী বাজারে সপ্তাহে চার দিন শিমের হাট বসে
ঢাকাদক্ষিণের পুরকায়স্থ বাজার ও লক্ষণাবন্দের চৌধুরী বাজারে সপ্তাহে চার দিন শিমের হাট বসে
সিলেটে বাজার থেকে পাইকারদের হাত ঘুরে এসব শিম চলে যায় দেশের বিভিন্ন এলাকায়
সিলেটে বাজার থেকে পাইকারদের হাত ঘুরে এসব শিম চলে যায় দেশের বিভিন্ন এলাকায়
বস্তাভর্তি শিম কেনাবেচায় ব্যস্ত চাষিরা
বস্তাভর্তি শিম কেনাবেচায় ব্যস্ত চাষিরা
বাজারে এ শিম কেজি দরে বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৫০ টাকায়
বাজারে এ শিম কেজি দরে বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৫০ টাকায়
গাড়ি থেকে বাজারে নামানো হচ্ছে শিম
গাড়ি থেকে বাজারে নামানো হচ্ছে শিম
জড়ো করা হচ্ছে শিম
জড়ো করা হচ্ছে শিম
বস্তায় ভরা হচ্ছে শিম
বস্তায় ভরা হচ্ছে শিম
বিভিন্ন স্থানে পাঠানোর জন্য প্রস্তুত শিম
বিভিন্ন স্থানে পাঠানোর জন্য প্রস্তুত শিম