মামিকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ভাগনেকে পিটিয়ে হত্যা

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

মামিকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় জহিরুল ইসলাম নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার সন্ধ্যা ৬টায় নড়াইলের নড়াগাতি থানার নড়াগাতি গ্রামে এ ঘটনা ঘটে।

জহিরুল ইসলামের নড়াগাতি বাজারে কম্পিউটারের দোকান আছে। তিনি আকবর মোল্লার ছেলে।

পারিবারিক ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, নড়াগাতি গ্রামের তছির মোল্লার ছেলে জাহিদ মোল্লা (৩৫) একই গ্রামের এক নারীকে উত্ত্যক্ত করে আসছিলেন। ওই নারী বিধবা। তিনি বিষয়টি তাঁর ভাগনে জহিরুলকে জানান। জহিরুল গত মঙ্গলবার সকালে জাহিদের কাছে বিষয়টি জানতে চান। এতে জাহিদ ক্ষিপ্ত হয়ে ওঠেন। দুজনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। জাহিদ তাঁর লোকজন নিয়ে জহিরুলকে বেধড়ক পিটিয়ে আহত করেন। স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে গতকাল বিকেল সাড়ে ৫টার দিকে জহিরুল মারা যান।

নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর কবির ঘটনার খবরের সত্যতা নিশ্চিত করেন। তবে তিনি বলেন, এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে বলে তিনি জানান।