ওয়ারীর শিশু সামিয়া আফরিন হত্যার বিচার শুরু, সাক্ষ্য গ্রহণ ৮ জানুয়ারি

শিশু সায়মাকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার অভিযোগে গ্রেপ্তার হারুন অর রশিদ। ছবি: সংগৃহীত
শিশু সায়মাকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার অভিযোগে গ্রেপ্তার হারুন অর রশিদ। ছবি: সংগৃহীত

রাজধানীর ওয়ারী এলাকায় শিশু সামিয়া আফরিনকে (৬) ধর্ষণের পর হত্যা মামলার আসামি হারুন অর রশিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মাধ্যমে মামলাটির বিচার শুরু হলো। ৮ জানুয়ারি সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন আদালত।

বৃহস্পতিবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১–এর বিচারক কাজী আবদুল হান্নান এই আদেশ দেন।

সরকারি কৌঁসুলি এম এ বারী প্রথম আলোকে বলেন, শিশু সামিয়া আফরিনকে ধর্ষণের পর হত্যা করার কথা আদালতে স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আসামি হারুন। তাঁর বিরুদ্ধে আদালত অভিযোগ গঠন করেছেন। মামলাটি দ্রুত নিষ্পত্তির ব্যাপারে রাষ্ট্রপক্ষ থেকে যা যা করণীয়, তা করা হবে।

এর আগে গত ৫ নভেম্বর হারুন অর রশিদকে আসামিকে করে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। পরে মামলাটি বিচারের জন্য পাঠানো হয় ট্রাইব্যুনালে। অভিযোগপত্রে বলা হয়, শিশু সামিয়া আফরিনকে ধর্ষণের পর হত্যা করেন হারুন। শিশুটির গলায় শক্ত পাটের দড়ি দিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়। গত বছরের ৮ জুলাই সামিয়া আফরিনকে ধর্ষণ করার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দেন হারুন।