বুড়িগঙ্গায় বাল্কহেড ডুবে নিহত ৪

নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে বালুবাহী একটি বাল্কহেড ডুবে চারজন শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার ভোরে ফতুল্লার ধর্মগঞ্জ খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস সূত্র জানায়, রাতে বাল্কহেড ছিদ্র হয়ে ভেতরে পানি প্রবেশ করায় ভোরের দিকে এটি ডুবে যায়।

নিহত শ্রমিকেরা হলেন ঝালকাঠির নলছিটির কান্দেবপুর এলাকার তৈয়ব আলীর ছেলে লুৎফর রহমান (৩৯), পিরোজপুরের কাউখালীর চাষেরকাঠি এলাকার আবদুর রব তালুকদারের ছেলে মোস্তফা মিয়া (৫৫), পিরোজপুরের বটবাড়ির ছোট আরজি এলাকার রাশেদ হাওলাদারের ছেলে বাবু হাওলাদার (১৮) ও বরিশালের বানারিপাড়ার ইলুহার এলাকার মহিবুল্লাহ (৬০)।

ফতুল্লার বিসিক শিল্পনগরীর ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মোহাম্মদ কাজল মিয়া জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে খেয়াঘাট এলাকায় বাল্কহেড নোঙর করে পরিষ্কার করা হয়। তখনই এতে ছিদ্র তৈরি হয় বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। রাতে শ্রমিকেরা ইঞ্জিন রুমে ঘুমিয়ে পড়েন। তখন রাতভর ছিদ্র দিয়ে পানি ভেতরে প্রবেশ করায় ভোরের দিকে বাল্কহেডটি ডুবে যায়।

মোহাম্মদ কাজল মিয়া জানান, বাল্কহেডের ওপর থাকা মাস্টারসহ দুজন সাঁতরে তীরে আসতে সক্ষম হন। খবর পেয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ডুবে যাওয়া বাল্কডেহসহ নিহত শ্রমিকদের মরদেহ উদ্ধার করেন। লাশ নিয়ে গেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানার পুলিশ।