নোয়াখালী কারাগারে আসামির মৃত্যু

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

নোয়াখালী জেলা কারাগারে থাকা এক আসামির মৃত্যু হয়েছে। তিনি ডাকাতির মামলার আসামি ছিলেন।

মারা যাওয়া আসামির নাম আবু নাছের ওরফে মাসুদ (৫০)। বাড়ি জেলার বেগমগঞ্জ উপজেলার দূর্গাপুর গ্রামে।

আজ শুক্রবার দুপুর ১২টার দিকে অসুস্থ অবস্থায় আবু নাছেরকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

কারাগার সূত্রে জানা গেছে, আজ বেলা সাড়ে ১১টার দিকে কারাগারে আসামি আবু নাছের হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তিনি হৃদ্‌রোগে আক্রান্ত হন বলে ধারণা করা হয়। তাঁকে দ্রুত কারাগারের হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাঁর ইসিজি করা হয়। অবস্থা খারাপ হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেওয়ার পর কর্তব্যর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম প্রথম আলোকে বলেন, দুপুর ১২টার দিকে আবু নাছেরকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তাঁর লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নোয়াখালী জেলা কারাগারের তত্ত্বাবধায়ক মো. মনির হোসেন মুঠোফোনে প্রথম আলোকে বলেন, আবু নাছের হৃদ্‌রোগে আক্রান্ত হয়েছিলেন। তাঁকে প্রথমে কারা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে তাঁকে মৃত ঘোষণা করা হয়।

কারা তত্ত্বাবধায়ক মো. মনির হোসেন জানান, আবু নাছের ডাকাতির মামলার আসামি ছিলেন। তিনি গত ২৮ নভেম্বর কারাগারে আসেন। ডাকাতির অভিযোগে তাঁর বিরুদ্ধে চারটি মামলা রয়েছে। তাঁর মৃত্যুর বিষয়ে পরিবারকে খবর দেওয়া হয়েছে। তারা এলে আইনি প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হবে।