পুলিশ পরিচয়ে বাসে ছিনতাইকালে ৪ জন ধরা

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

মহাসড়কের পাশে পার্কিং করে রাখা বাসে পুলিশ পরিচয়ে ওঠেন চারজন। হুমকি দিয়ে বাসটির চালক এবং সহকারীর মোবাইল ফোন ও টাকাপয়সা ছিনতাই করছিল ওই চারজন। এ অবস্থায় দায়িত্বরত টহল পুলিশের কাছে ধরা পড়েন তারা।

গাজীপুরের শ্রীপুর উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনাবাজার এলাকায় গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টায় এ ঘটনা ঘটে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলি জানান, আটক চারজনকে আজ শুক্রবার মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

আটককৃতরা হলেন, বরিশাল জেলার বন্দর উপজেলার বারইকান্দি গ্রামের হাসান শিকদার (২৫), গাজীপুর সদর উপজেলার গিলা গাছিয়া গ্রামের মোহাম্মদ পরান (২৫), শ্রীপুর উপজেলার নগরহাওলা গ্রামের শামীম মিয়া (২৪) ও জসিম উদ্দিন।

শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) আলাউদ্দিন প্রথম আলোকে জানান, জৈনাবাজার এলাকায় তাঁরা রাতে দায়িত্ব পালন করছিলেন। এ সময় বাজারের এক পাশে প্রভাতী কাউন্টারের কাছে কয়েকটি বাস পার্কিং করা ছিল। বাসের পাশে দুইটি মোটর বাইক দাঁড়ানো থাকলেও সেখানে কোনো লোকজন ছিল না। গভীর রাতে এই দৃশ্য দেখে পুলিশ সদস্যরা বাসের কাছে এগিয়ে যান। বাসে উঠে ৪ জনকে পুলিশ পরিচয়ে বাসের চালক মোহাম্মদ হালিম ও তাঁর সহকারীকে হুমকি দিতে দেখেন তারা। এরপর পুলিশ তাঁদের হাতেনাতে ধরে। চালক এবং চালকের সহকারী পুলিশকে জানায়, ওই চারজন পুলিশ পরিচয়ে তাঁদের মোবাইল ফোন এবং টাকাপয়সা ছিনতাই করেছে।