বাবার ফেরার অপেক্ষায়...

স্বামী নিখোঁজ, দুই ছেলেমেয়ে নিয়ে দুশ্চিন্তায় দিন কাটছে সান্ত্বনা ত্রিপুরার। সম্প্রতি সুরেশ হেডম্যানপাড়ায়।  প্রথম আলো
স্বামী নিখোঁজ, দুই ছেলেমেয়ে নিয়ে দুশ্চিন্তায় দিন কাটছে সান্ত্বনা ত্রিপুরার। সম্প্রতি সুরেশ হেডম্যানপাড়ায়। প্রথম আলো

‘ঢাকা যাওয়ার উদ্দেশে ঘর থেকে বের হওয়া মানুষটি আর ফেরেননি। এরপর থেকে মুঠোফোন বন্ধ। বেঁচে আছেন কি না, তাও জানি না। মানুষটি ফিরে আসার অপেক্ষার প্রহর গুনছি। ছেলেমেয়েরাও বাবার অপেক্ষায় কেঁদে কেঁদে দিন পার করছে।’ 

কথাগুলো বলছিলেন খাগড়াছড়ির দীঘিনালার সুরেশ হেডম্যানপাড়া গ্রামের সান্ত্বনা ত্রিপুরা (৩৫)। তাঁর স্বামী মঙ্গল ত্রিপুরা (৫৫) ১৩ নভেম্বর ঢাকায় যাওয়ার উদ্দেশে ঘর থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ রয়েছেন। পরিবার ১৯ নভেম্বর থানায় নিখোঁজের সাধারণ ডায়েরি করেছে।

সরেজমিনে উপজেলা সদর থেকে দুই কিলোমিটার দূরে সুরেশ হেডম্যানপাড়ায় দেখা যায়, মঙ্গল ত্রিপুরার অপেক্ষায় দিন কাটছে পরিবারটির। 

মঙ্গল ত্রিপুরার স্ত্রী সান্ত্বনা ত্রিপুরা বলেন, ‘আমার স্বামী আঞ্চলিক কোনো সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন না। দিনমজুরি আর চাষাবাদ করে জীবিকা নির্বাহ করতেন।’

মেয়ে দৃষ্টি ত্রিপুরা বলে, ‘আমার বাবা আমাদের ছেড়ে কখনো এভাবে চলে যাবেন না। যেখানেই যেতেন দিনে কয়েকবার কল করতেন। আমার বাবাকে কেউ ধরে নিয়ে গেছে। আমরা বাবাকে ফেরত চাই।’

মঙ্গলের মামা দূর্যমোহন ত্রিপুরা (৪৫) বলেন, ‘আমার ভাগনের সঙ্গে কারও শত্রুতা ছিল না। রাজনীতিতেও সম্পৃক্ত ছিল না।’

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম চন্দ্র দেব প্রথম আলোকে বলেন, সুরেশ হেডম্যানপাড়া গ্রামের মঙ্গল ত্রিপুরা নামে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন বলে তাঁর স্ত্রী থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। দেশের বিভিন্ন থানায় বেতারবার্তা পাঠানো হয়েছে। এখনো সন্ধান পাওয়া যায়নি।