গরুর গাড়ির দৌড় প্রতিযোগিতা

>বছরের শেষে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন হয়। আধুনিকতার যুগে অনেকটা হারিয়েই যেতে বসেছে গ্রাম-বাংলার গরুর গাড়ির সংখ্যা। এই হারিয়ে যাওয়া ঐতিহ্যকে ধরে রাখতে এবং নতুন প্রজন্মকে জানান দিতে যশোর সদরের লেবুতলা ইউনিয়নের আন্দোলপোতা গ্রামে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী গরুর গাড়ির দৌড় প্রতিযোগিতা। প্রায় বিলুপ্ত হতে চলা এ খেলা সবার সামনে তুলে ধরতেই এমন আয়োজন বলে জানিয়েছেন আয়োজকেরা।
দিনব্যাপী দূর-দূরান্ত থেকে আন্দোলপোতা গ্রামে জড়ো হন মানুষ
দিনব্যাপী দূর-দূরান্ত থেকে আন্দোলপোতা গ্রামে জড়ো হন মানুষ
প্রতিবছরের মতো প্রতিযোগিতার গরু নিয়ে দেখতে আসছেন দর্শকেরা
প্রতিবছরের মতো প্রতিযোগিতার গরু নিয়ে দেখতে আসছেন দর্শকেরা
যশোর, ঝিনাইদহ, মাগুরা ও চুয়াডাঙ্গা থেকে বাছাই করা ২০টি গরুর গাড়ি প্রতিযোগিতায় অংশ নেয়
যশোর, ঝিনাইদহ, মাগুরা ও চুয়াডাঙ্গা থেকে বাছাই করা ২০টি গরুর গাড়ি প্রতিযোগিতায় অংশ নেয়
শুরু হলো প্রতিযোগিতা
শুরু হলো প্রতিযোগিতা
কার আগে কে যেতে পারে তারই চেষ্টা
কার আগে কে যেতে পারে তারই চেষ্টা
চলছে তুমুল প্রতিযোগিতা
চলছে তুমুল প্রতিযোগিতা
প্রতিযোগিতার আগে অনুশীলন চলছে
প্রতিযোগিতার আগে অনুশীলন চলছে
এই আয়োজনকে ঘিরে উৎসবের রূপ নেয় গ্রামের বিশাল এই এলাকা
এই আয়োজনকে ঘিরে উৎসবের রূপ নেয় গ্রামের বিশাল এই এলাকা