অটোরিকশায় যাত্রীর সামনে থাকবে চালক-মালিকের তথ্য

প্রথম আলো ফাইল ছবি
প্রথম আলো ফাইল ছবি

ছিনতাই, যৌন হয়রানি ও অপরাধ রোধে সিএনজিচালিত অটোরিকশায় ‘অটোরিকশা পরিচিতি কার্ড’ চালু করেছে চট্টগ্রাম নগরের ট্রাফিক বিভাগ। এই কার্ডে গাড়ির রেজিস্ট্রেশন নম্বর, মালিকের পরিচিতি, মুঠোফোন নম্বরসহ জরুরি ফোন নম্বরগুলো উল্লেখ থাকবে। যাত্রীর আসনের সামনেই এই কার্ড স্থাপন করা হবে। আজ শনিবার সকালে নগরের টাইগারপাস এলাকায় এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।

এই কার্ড স্থাপনের ফলে কোনো যাত্রী দুর্ঘটনার শিকার হওয়ার সঙ্গে সঙ্গে মুঠোফোনে জরুরি নম্বরে যোগাযোগ করতে পারবেন। পাশাপাশি পরে অটোরিকশাটিকেও শনাক্ত করা যাবে।

অটোরিকশা পরিচিতি কার্ড কার্যক্রম চালুর বিষয়ে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) এস এম মোস্তাক আহমেদ খান, উপপুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) মোহাম্মদ শহীদুল্লাহ। এ ছাড়া অন্যদের মধ্যে সিএনজিচালিত অটোরিকশা মালিক সমিতির নেতারা এবং স্টুডেন্ট পুলিশিং কমিউনিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রাথমিকভাবে ৪০০ অটোরিকশায় এই কার্যক্রম চালু হয়েছে। তবে এক সপ্তাহের মধ্যে সব অটোরিকশায় এই কার্ড স্থাপন করা হবে বলে জানিয়েছেন উপপুলিশ কমিশনার মোহাম্মদ শহীদুল্লাহ।