তিতাস সেতু এলাকায় বালু উত্তোলন বন্ধে নির্দেশ

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে অবস্থিত শেখ হাসিনা তিতাস সেতু এলাকায় ৪৮ ঘণ্টার মধ্যে বালু উত্তোলন বন্ধে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ নিয়ে গণমাধ্যমে আসা প্রতিবেদন বিবেচনায় নিয়ে আজ রোববার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত রুলসহ এ আদেশ দেন।

নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি জানিয়ে আগামী ৩০ দিনের মধ্যে বিবাদীদের আদালতে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

এর আগে, গত ২৫ ডিসেম্বর ‘ইলিগ্যাল স্যান্ড ট্রেড পজেস থ্রেট টু তিতাস ব্রিজ’ শিরোনামে ইংরেজি দৈনিক দি ডেইলি স্টার এ একটি প্রতিবেদন ছাপা হয়। এ প্রতিবেদনটি আদালতের নজরে এনে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার আরজি জানান সুপ্রিম কোর্টের আইনজীবী কুমার দেবুল দে।

শেখ হাসিনা তিতাস সেতু রক্ষায় বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ হবে না রুলে তা জানতে চাওয়া হয়। সেতু বিভাগের সচিব, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক, বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) বিবাদীদের এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

কুমার দেবুল দে প্রথম আলোকে বলেন, তিতাস সেতুর নিচে তিতাস নদী থেকে বালু উত্তোলন করা হচ্ছে। ফলে একদিকে নদীর নাব্যতা নষ্ট হচ্ছে, অন্যদিকে সেতুটি ঝুঁকিতে পড়ছে।