বিডিবিএলের ডিএমডিসহ চারজনকে তলব

গ্রাহকদের ঋণের কিস্তির অর্থ আত্মসাতের অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের (বিডিবিএল) চার জ্যেষ্ঠ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ রোববার তাঁদের তলব করে চিঠি পাঠিয়েছেন সংস্থাটির উপসহকারী পরিচালক আবুল কালাম আজাদ।

প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন দুদকের মুখপাত্র প্রণব কুমার ভট্টাচার্য। তিনি বলেন, ব্যাংকটির উপব্যবস্থাপনা পরিচালকসহ (ডিএমডি) চার জ্যেষ্ঠ কর্মকর্তাকে বক্তব্য দেওয়ার জন্য ডাকা হয়েছে।

যাঁদের তলব করা হয়েছে, তাঁরা হলেন বিডিবিএলের ডিএমডি মো. দিলওয়ার হোসেন, ফরেন এক্সচেঞ্জ কনসালট্যান্ট মাহমুদুল হাসান, কমার্শিয়াল ব্যাংকিং কনসালট্যান্ট মাহে আলম এবং সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) সৈয়দ মোহাম্মদ নজরুল ইসলাম।

দুদক সূত্রে জানিয়েছে, বিডিবিএলের গ্রাহকদের ঋণের কিস্তির ৮৯ লাখ ৬৫ হাজার টাকা আত্মসাৎ করার ঘটনায় ব্যাংকটি বিভিন্ন কর্মকর্তার যোগসাজশ রয়েছে বলে অভিযোগ আছে। সে বিষয়টি অনুসন্ধানের অংশ হিসেবে এঁদের তলব করা হয়েছে। আরও কর্মকর্তার এ বিষয়ে বক্তব্য নেওয়া হবে।