গহিন জঙ্গলে মা হাতির মৃত্যু, কাঁদছে শাবক

রাত দশটায়ও মৃত হাতির পাশে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে শাবকটিকে। ছবি: সংগৃহীত
রাত দশটায়ও মৃত হাতির পাশে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে শাবকটিকে। ছবি: সংগৃহীত

কক্সবাজারের উত্তর বন বিভাগের পাহাড়ি গহিন বনে একটি মৃত মা হাতির সন্ধান মিলেছে। মৃত্যুর পর থেকেই মায়ের মরদেহ পাহারা দিচ্ছিল হাতির শাবকটি। শাবকটির মুখে অসহায়ত্বের ছাপ, চোখ বেয়ে ঝরছে পানি।

কক্সবাজার সদর উপজেলার ঈদগাহর ইসলামাবাদ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ‘কাইস্যার ঘোনা’ এলাকায় গতকাল শনিবার বিকেলে মৃত হাতিটির সন্ধান মিলেছে। তথ্যটি প্রথম আলোকে নিশ্চিত করেছেন ফুলছড়ি রেঞ্জ কর্মকর্তা সৈয়দ আবু জাকারিয়া।

রাবারবাগানের শ্রমিক ও স্থানীয় লোকজন জানান, গতকাল সকাল থেকেই মা হাতিটি অস্থিরভাবে শাবকটিকে নিয়ে ছোটাছুটি করছিল। বিকেলের পর হাতিটিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। রাত ১০টার দিকেও দেখা গেছে, মায়ের মরদেহের পাশেই ভেজা চোখে দাঁড়িয়ে আছে শাবকটি। পরে খবর পেয়ে বন বিভাগ ও প্রাণিসম্পদ অধিদপ্তরের চিকিৎসকেরা ঘটনাস্থলে যান।

কক্সবাজারের উত্তর বিভাগীয় বন কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, শাবকটি মায়ের পাশেই দাঁড়িয়ে ছিল। পাশ থেকে সরছিল না। পরে আস্তে আস্তে গহিন জঙ্গলের দিকে চলে যায়। মৃত হাতিটি রাতেই পুঁতে ফেলা হয়েছে। শাবকটির দিকে বিশেষ নজর রাখা হয়েছে।

ডুলাহাজারা বঙ্গবন্ধু সাফারি পার্কের চিকিৎসক মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, হাতিটির মৃত্যুর কারণ নিশ্চিত হতে ময়নাতদন্তের জন্য প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ করা হয়েছে। হাতিটি রোগাক্রান্ত হয়ে মারা গেছে। কী রোগে মারা গেছে, সেটি ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে জানা যাবে।