তালের আঁশের বাহারি পণ্য

>

বগুড়ার কাহালু উপজেলার পাঁচখুর গ্রাম থেকে তালের আঁশের বাহারি পণ্য কিনেছেন ব্যবসায়ী আবদুল গফুর মিয়া। ১৮ হাজার টাকায় টুপি, বদনা, কলমদানি ও বাহারি ঝুড়ি কিনেছেন। সেগুলো বিক্রির জন্য ময়মনসিংহসহ বিভিন্ন অঞ্চলে যাবেন তিনি। বগুড়া শহরের চারমাথার ভবের বাজার এলাকা থেকে ছবিগুলো তোলা

ব্যবসায়ী আবদুল গফুর মিয়া বাহারি পণ্য গুছিয়ে নিচ্ছেন
ব্যবসায়ী আবদুল গফুর মিয়া বাহারি পণ্য গুছিয়ে নিচ্ছেন
নামাজের জন্য টুপি
নামাজের জন্য টুপি
আছে বিভিন্ন ধরনের পাত্র
আছে বিভিন্ন ধরনের পাত্র
দ্রব্য রাখার জন্য ঝুড়ি জাতীয় পণ্য
দ্রব্য রাখার জন্য ঝুড়ি জাতীয় পণ্য
তালের আঁশের ঝুড়ি
তালের আঁশের ঝুড়ি
কারিগরের নিপুণ হাতে তৈরি পাত্র
কারিগরের নিপুণ হাতে তৈরি পাত্র
তালের আশের হাঁড়ি-বদনা
তালের আশের হাঁড়ি-বদনা
ফুল রাখার ঝুড়ি
ফুল রাখার ঝুড়ি