রংপুরে প্রথমা-বেঙ্গলের বইমেলায় বইপ্রেমীদের ভিড়

পাঠে নিমগ্ন পাঠক। রংপুরে প্রথমা-বেঙ্গলের বইমেলা আজ সকাল থেকেই জমে উঠেছে পাঠকদের উপস্থিতিতে। পাবলিক লাইব্রেরি হল, রংপুর। ৭ জানুয়ারি। ছবি. মঈনুল ইসলাম
পাঠে নিমগ্ন পাঠক। রংপুরে প্রথমা-বেঙ্গলের বইমেলা আজ সকাল থেকেই জমে উঠেছে পাঠকদের উপস্থিতিতে। পাবলিক লাইব্রেরি হল, রংপুর। ৭ জানুয়ারি। ছবি. মঈনুল ইসলাম

রংপুর শহরে আজ মঙ্গলবারের সকাল ছিল ঘনকুয়াশায় আচ্ছন্ন। সেই সঙ্গে ঠান্ডা বাতাস। কিন্তু নয়টা নাগাদ মেঘ-কুয়াশার আড়ালে থাকা সূর্য উঁকি দেয়। ঝলমল করে ওঠে রোদ। রাস্তায় চলাচল বাড়ে নগরবাসীর। এই ঝলমলে পরিবেশেই বইপ্রেমীদের আনাগোনা বাড়তে থাকে পাবলিক লাইব্রেরি হলে। সেখানে আজ তিন দিন ধরে চলছে হচ্ছে প্রথমা প্রকাশন ও বেঙ্গল পাবলিকেশনসের যৌথ উদ্যোগে বইমেলা।

আজ বেলা ১১টা থেকে বইমেলা শুরু হওয়ার কথা থাকলেও সাড়ে ১০টা থেকেই আসতে থাকেন পাঠক ও বইপ্রেমীরা। রংপুর কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে পাবলিক লাইব্রেরি হলে গত রোববার থেকে এ মেলা শুরু হয়েছে। আজ মঙ্গলবার মেলার তৃতীয় দিন।

আজ বেলা সাড়ে ১১টায় মেলায় বই কিনতে আসা স্কুলের শিক্ষার্থীদের সঙ্গে অভিভাবকদের উপস্থিতিও লক্ষ করা যায়। একজন অভিভাবকদের ভাষ্য, সন্তানের বই কেনার চাপে না, বই পড়ার টানেই তিনি ছুটে এসেছেন মেলায়।

কারমাইকেল কলেজের পদার্থবিদ্যা বিভাগের শিক্ষার্থী শামীম আল মামুন বলেন, ‘আমাদের হাতের নাগালে এই বইমেলা কি হাতছাড়া করা যায়? তাই ছুটে আসা। বইও কিনলাম।’

সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ইশরাত জাহান বলে,‘ স্কুলের মর্নিং শাখা ছুটি হওয়ায় আমরা বন্ধুরা দলবেঁধে এসেছি বইমেলায়। ঘুরেফিরে দেখছি। বেশ ভালো লাগছে। বই কিনেছি।’

গতকাল সোমবার রাত সাড়ে আটটা পর্যন্ত মেলা চলেছে। প্রচণ্ড শীত হলেও বইপ্রেমীদের সেই শীত রুখতে পারেনি। মেলায় পাঠকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। রংপুরসহ আশপাশের জেলা থেকেও অনেকে বই কিনতে এসেছেন। সেই সঙ্গে বই বিক্রিও ভালো হচ্ছে। মেলার আয়োজকদের পক্ষ থেকে এমনটিই জানানো হয়েছে।

গতকাল সন্ধ্যায় মেলায় ছুটে এসেছিলেন জেলার কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলাম। তিনি বললেন, ‘প্রথমা-বেঙ্গলের এই বইমেলায় প্রতিবছরই আসছি। ঘুরে ঘুরে অনেক নতুন বই দেখলাম। কিছু বইও কিনলাম। মেলা শেষের আগে আবারও আসব।’

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষার্থী নাজমুস সাকিব মেলায় বই কিনতে এসে বললেন, ‘প্রথমার “বাউলদের আখড়ায় সাধকদের ডেরায়”বইটিসহ আরও কয়েকটি বই কিনেছি।’

আগামী শুক্রবার পর্যন্ত চলবে রংপুরের এই বইমেলা। বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা খোলা থাকবে।

মেলায় ৩০ থেকে ৬০ শতাংশ কমিশনে প্রথমা প্রকাশনের বই, ২৫ থেকে ৫০ শতাংশ কমিশনে বেঙ্গল পাবলিকেশনসের বই বিক্রি হচ্ছে। দেশের অন্যান্য প্রকাশনীর বইও বিক্রি হবে ২৫ থেকে ৫০ শতাংশ কমিশনে। ভারতীয় নতুন বই বিক্রি হবে ১ রুপি সমান ১ দশমিক ৮ টাকায় ও ভারতীয় পুরোনো বই বিক্রি হবে ১ রুপি সমান ১ দশমিক ৫ টাকায়।