ফতুল্লায় গ্যাসের বিস্ফোরণে স্বামী-স্ত্রী দগ্ধ

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় একটি বাড়িতে বিস্ফোরণে স্বামী-স্ত্রী দগ্ধ হয়েছেন। গ্যাস লাইনের লিকেজ থেকে এই বিস্ফোরণ ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

আজ মঙ্গলবার ভোর ৬টার দিকে ফতুল্লার কায়েমপুরের মুফতি নজরুল ইসলামের তিনতলা বাড়ির নিচ তলায় এ ঘটনা ঘটে।

দগ্ধ দুজন হলেন শরীফ হোসেন (৩৫) ও তাঁর স্ত্রী ফরিদা আক্তার (৩০)। দগ্ধ ফরিদার অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

স্থানীয় লোকজন জানায়, কায়েমপুরের তিন তলা বাড়িটির নিচ তলায় কয়েকটি পরিবার ভাড়া থাকে। বাড়ির নিচ তলায় আজ ভোরে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। আশপাশের লোকজন ঘটনাস্থলে গিয়ে স্বামী-স্ত্রীকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে। তাঁদের প্রথমে নারায়ণগঞ্জ শহরের ৩০০ শয্যা হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়।

স্থানীয় লোকজনের ভাষ্য, যে ঘরে বিস্ফোরণ ঘটেছে, সেখানে গ্যাসের চুলা রয়েছে। আগে থেকেই গ্যাস লাইনে লিকেজ ছিল।

হাসপাতাল সূত্র জানায়, ফরিদার শরীরের প্রায় ৮০ শতাংশ দগ্ধ হয়েছে। শরীফ সামান্য দগ্ধ হয়েছেন।

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (অপারেশন) সাখাওয়াত হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। গ্যাস লাইনের লিকেজ থেকে এই ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। দগ্ধ স্বামী-স্ত্রীকে ঢাকায় পাঠানো হয়েছে।